টেকনাফে দোকান ও বসত ঘরে সশস্ত্র সন্ত্রাসী হামলা
খাঁন মাহমুদ আইউব (কক্সবাজার) প্রতিনিধি:-
কক্সবাজার’র টেকনাফ আলোচিত র্শীষ ইয়াবা ব্যবসায়ী ভূট্টোবাহিনীর হামলায় দোকান ভাংচুর ও লুটপাট সহ গুলাগুলির ঘটনা ঘটেছে।আহত হয়েছে দুই জন।উক্ত ঘটনায় ৬জন কে আসামী করে মামলার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা গেছে,গত ৯ জুলাই সোমবার সন্ধ্যা কালীন উপজেলার ৩নং সদর ইউনিয়নের চকবাজার মোড় এলাকায় এনাম ষ্টোর ও মক্কা ট্রেডার্স নামক দুটি ব্যবসা প্রতিষ্টানে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করে।প্রতিষ্টান দু’টির মালিক এনাম মেম্বার ও সহোদর নুরুল হক বলে জানা গেছে।হামলা কারীরা দোকানের কর্মচারী মীর কাশেম ও স্থানীয় শহীদুল্লাহ নামের দুই ব্যক্তিকে আহত করে।পরে উক্ত দুই ব্যক্তি টেকনাফ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছে বলে হাসপাতাল সূত্রে নিশ্চিত হওয়া গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ঘটনাস্থলে পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পালিয়ে গিয়ে ২০ মিনিটের ব্যবধানে এনাম মেম্বারে সহোদর শহীদ আজিজুল হক মার্কিনের বাড়িতে গিয়ে অতর্কিত ভাবে গুলা গুলি শুরু করে।মার্কিনের স্ত্রীর সাথে কথা বলে জানা গেছে,একই এলাকার নূরুল আলমের পুত্র কামাল উরফে বুলেট কামাল,ডাকাত হেলাল,আবছার উওরফে কোপা আবছার,নূরুল আলমের পুত্র জালাল এবং এজাহার মিয়ার পুত্র নুরুল আবছার উরফে খোকন অস্ত্র হাতে ঘরের দরজা ভেঙ্গে প্রবেশ করে।
ঘরের আসবাব পত্র ভাঙচুর করে এবং ঘরের ভিতর গুলি করে ত্রাস সৃষ্টি করে।ঘরের মেঝেতে দুটি গুলির খোসা পরিতাক্ত অবস্থায় দেখতে পাওয়া যায়।এসময় নুরুল হক ভূট্টো ঘরের বাহিরে দাড়িঁয়ে থাকতে দেখেছেন বলে পরিবারের সদস্যরা দাবী করেন।
বিষয়টি নিয়ে এনাম মেম্বারের সাথে কথা হলে তিনি জানান,ঘটনার দিন সকালে বড় হাবিরপাড়া প্রাথমিক বিদ্যালয়ে অভিবাবক সমাবেশে আমি ইয়াবা বিরোধী বক্তব্য প্রদান করেছি।সেই বক্তব্যে আমি কারো নাম নির্দিষ্ট না করে এলাকা থেকে ইয়াবা কারবারীদের নির্মূলের কথা বলেছি মাত্র।এতে সন্ত্রাসী ইয়াবা কারবারী ভূট্টো গায়েপড়ে পরিকল্পিত ভাবে হামলা করে আমাদের ব্যবসা প্রতিষ্টান ভাংচুর করে এবং বাড়িতে গুলাগুলি করে।বিষয়টি জানতে চেষ্টা করেও ভূট্টোর সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এদিকে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ বাবু রঞ্জিত বড়ুয়া জানান,গতকাল ঘটনার সংবাদ পেয়ে পুলিশের একটি টিম ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।রাতেই সন্ত্রাসীদের বাড়িতে অভিযান চালিয়ে কাউকে আটক করতে পারেনি।নুরুল হক বাদী হয়ে ৬ জনকে আসামী করে একটি মামলার পক্রিয়া চলছে।হামলাকারীদের বিরুদ্ধে একাধিক মামলার রেকর্ড রয়েছে।সন্ত্রাসীদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।তবে তিনি গুলাগুলির বিষয়টি জানেন না বলে দাবী করেন।