কক্সবাজারের টেকনাফের নাফ নদীতে ভাসমান অবস্থায় দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩১ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ঝিমাংখালীর নাফনদী মোহনা থেকে এ দুজনের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলো, ওই ইউনিয়নের আব্দুল মালেকের মেয়ে রোজিনা আক্তার (১০) ও মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মো. ইউসূফ আলী (৭৫)। তারা দুইজন সম্পর্কে দাদা-নাতনি।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, গত ২৯ আগস্ট সকালে নাফনদী সংলগ্ন মৎস্যঘেরে গরু নিয়ে গেলে তারা স্রোতে ভেসে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। নিখোঁজের দুইদিন পর তাদের লাশ উদ্ধার করা হয়।