আলোকিত টেকনাফ

টেকনাফে সন্ত্রাসী হামলায় যুবলীগ নেতা ও তার ভাই গুরুতর আহত

শাহ্‌ মুহাম্মদ রুবেল, প্রকাশক,আলোকিত টেকনাফঃ-

গতকাল গভীর রাতে আবুল মনজুরের বাড়ীতে একদল সশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে আবুল মনজুর (২৯ )এবং তার ভাই আবু সিদ্দীক (৩১) কে মারাত্মকভাবে যখম করেছে। বিভিন্ন সুত্রে জানা যায়, আসামীরা সঙ্গবদ্ধ হয়ে আবুল মনজুরের বাড়ীতে গিয়ে ডাকাডাকি করলে আবুল মনজুর এবং তার ভাই বাহিরে আসলে কিছু বুঝে উঠার আগে মোঃ ইসহাক (২৬), মোঃ ইলিয়াছ (২৭) সহ আরো অন্তত ৪ থেকে ৬ জন বন্ধুক,পিস্তল,কিরিচ, লোহার রড ও লাঠি সোটা নিয়ে হামলা চালায়। মোঃ ইসহাকের হাতে থাকা ধারালো কিরিচ দিয়ে আবুল মনজুরের মাথায় কুপ মারিলে উক্ত কোপখানা তার বামপাশের চোখে গালে ও ঠুটে লেগে গুরুতর কাটা রক্তাক্ত জখম হয় এবং তার একটি দাত আলাদা হয়ে মাটিতে পরে যায়। অন্যদিকে মোঃ ইলিয়াসের হাতে থাকা ধারালো দা দিয়ে আবু সিদ্দিককে পিছন দিক থেকে মাথায় কুপ মেরে গুরুতর কাটা রক্তাক্ত জখম করে। বাকীরা শরীরে বিভিন্ন অংশে হাড়ভাঙ্গা জখম করে। গুরুতর অবস্থায় এলাকাবাসীর সহয়তায় তাদের কে প্রথমে টেকনাফ সদর হাসপাতালে এবং সেখান থেকে চিকিৎসকের পরামর্শে কক্সবাজার জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়। উত্তেজিত জনতা মোঃ ইসহাক এবং মোঃ ইলিয়াসকে আলাদা আলাদা জায়গা থেকে ধরে গনধোলায় দিয়ে থানায় সোপর্দ করা হয়। মোঃ ইসহাক প্রকাশ মাছি এলাকার একজন কুখ্যাত সন্ত্রাসী হিসেবে পরিচিত তার বিরুদ্ধে টেকনাফ থানায় একাধিক হত্যা, অপহরন ও ডাকাতি মামলা আছে।
তবে কি কারণে এই প্রাণঘাতী সশস্ত্র হামলা সেটা জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *