টেকনাফে ১৪ লাখ পিস ইয়াবা জব্দ
টেকনাফ করেসপনডেন্ট :
কক্সবাজারের টেকনাফ থানার অন্তর্গত সেন্টমার্টিন্সের পশ্চিমে সাগর থেকে ১৪ লক্ষ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনীর পূর্ব জোন।
গত সোমবার রাতে সেন্টমার্টিন্সের পশ্চিম সাগরে সন্দেহ জনক একটি কাঠের বোটকে কোস্ট গার্ড টহল দল থামার সংকেত দিলে বোটটি না থামিয়ে দশটি প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো বস্তা পানিতে ফেলে দিয়ে দ্রুত গতিতে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। পরে প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো বস্তা গুলো তল্লাশি করে ১৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট পরিত্যাক্ত অবস্থায় জব্দ করা হয়।
কোস্ট গার্ডের সহকারী গোয়েন্দা পরিচালক লে. কমান্ডার আব্দুল্লাহ আল মারুফ বলেন, জব্দকৃত ইয়াবা ট্যাবলেট গুলোর আনুমানিক বাজার মূল্য ৭০ কোটি টাকা। জব্দকৃত ইয়াবাগুলো পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।