টেকনাফে ৪৩ হাজার ৬৫ পিছ ইয়াবাসহ মাইক্রোবাস আটক
নিজস্ব প্রতিনিধিঃ-
বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের মাধ্যমে জানতে পারে যে, মেরিন ড্রাইভ রাস্তা দিয়ে মাইক্রোবাস যোগে ইয়াবার একটি চালান টেকনাফ হতে কক্সবাজার পাচার হতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে ২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শীলখালী চেকপোষ্টে কর্মরত হাবিলদার মোঃ বাচ্চু মৃধা এর নেতৃত্বে একটি টহলদল অদ্য ০১ আগস্ট ২০১৮ তারিখ ১২০০ ঘটিকায় বর্ণিত চেকপোষ্টে যানবাহন তল্লাশীর কাজে নিয়োজিত হয়। আনুমানিক ১২৩০ ঘটিকায় টেকনাফ হতে একটি মাইক্রোবাস (চট্টমেট্রো-১১-৩২০১) চেকপোষ্টে আসলে কর্তব্যরত টহলদল সিগন্যাল দিয়ে থামায়। পরবর্তীতে উক্ত মাইক্রোবাসটি তল্লাশীকালীন মাইক্রোবাসের চালকের সীটের নীচে এবং যাত্রীদের সীটের নীচে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় ইয়াবা ভর্তি ২১৬ টি নীল রংয়ের প্যাকেট পাওয়া যায়। অতঃপর ইয়াবা ভর্তি প্যাকেটগুলো খুলে গণনা করে ১,২৯,১৯,৫০০/- টাকা মূল্যমানের ৪৩,০৬৫ পিছ ইয়াবা ট্যাবলেট এবং ২০,০০,০০০/- (বিশ লক্ষ) টাকা মূল্যমানের ০১ টি মাইক্রোবাসসহ চালককে আটক করতে সক্ষম হয়। আটককৃত মালামালের সর্বমোট সিজার মূল্য- ১,৪৯,১৯,৫০০/- (এক কোটি ঊনপঞ্চাশ লক্ষ ঊনিশ হাজার পাচঁশত) টাকা। ধৃত আসামীর নাম ও ঠিকানা। মোহাম্মদ আলী (৩২), পিতা-ফয়েজ আহম্মেদ, গ্রাম-পুরান পল্লানপাড়া, পোঃ ও থানা-টেকনাফ, জেলা-কক্সবাজার। নিষিদ্ধ ঘোষিত মাদক ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রাখার অপরাধে ধৃত আসামীকে ৪৮ পিছ ইয়াবাসহ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ (এক) বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। অবশিষ্ট ৪৩,০১৭ পিছ ইয়াবা ট্যাবলেট ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে। এছাড়াও আটককৃত মাইক্রোবাসটি টেকনাফ শুল্ক গুদামে জমা করা হয়েছে।