1. engg.robel@gmail.com : আলোকিত টেকনাফ : Shah Mohamamd Robel
  2. shahmdrobel@gmail.com : Teknaf.Alokito :
টেকনাফ করিডোর দিয়ে ১০ হাজার ৬২১টি পশু আমদানী : চড়া দামে বেকায়দায় নিম্ম ও মধ্যবিত্ত পরিবার! - আলোকিত টেকনাফ
মঙ্গলবার, ২৮ মার্চ ২০২৩, ০৫:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে আব্দুল্লাহ’র নেতৃত্বে বিএনপির পদযাত্রা আওয়ামীলীগ বিএনপির কর্মসূচিতে ধাওয়া পাল্টা ধাওয়া লবনের পানিতে পিচ্ছিল শাহপরীরদ্বীপ নতুন সড়ক,ব্রেক কষলেই মুখ থুবড়ে পড়ার আশঙ্কা  সেন্টমার্টিনে আর কোন অবৈধ স্থাপনা নয়; পর্যটনমন্ত্রী অপহ্নত দুইজন ভিকটিম উদ্ধার করলো পুলিশ টেকনাফে ৪৪৭ ক‍্যান বিদেশি বিয়ার জব্দ টেকনাফ উপজেলা বিএমএসএফের কমিটি অনুমোদন  সভাপতি কালাম, সম্পাদক আরাফাত সানি ও সাংগঠনিক মিজান  ৮০ হাজার ইয়াবাসহ দুইজন গ্রেফতার  ঘুর্ণিঝড় সিত্রাংয়ের প্রভাবে টেকনাফে ব‍্যাপক ক্ষয়-ক্ষতি কক্সবাজারে সতর্ক প্রশাসন : সেন্টমার্টিন থেকে ফিরেছে পর্যটক

টেকনাফ করিডোর দিয়ে ১০ হাজার ৬২১টি পশু আমদানী : চড়া দামে বেকায়দায় নিম্ম ও মধ্যবিত্ত পরিবার!

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ আগস্ট, ২০১৮
  • ৪৯০ Time View

হুমায়ূন রশিদ,টেকনাফ(১৯ আগষ্ট) :: মুসলমানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় অনুষ্ঠান ঈদুল আযহা উপলক্ষ্যে টেকনাফের শাহপরীর দ্বীপ ক্যাটল করিডোর দিয়ে চলতি মাসে ১০হাজার ৬শ ২১টি গরু-মহিষ এসেছে। মিয়ানমার থেকে পর্যাপ্ত পরিমাণ গরু ও মহিষ আসলেও স্থানীয় বাজার সমুহে পশুর দাম কমে না আসায় দরিদ্র এবং মধ্যবিত্ত পরিবারের মানুষ কোরবানী নিয়ে বেকায়দায় বা টেনশনে রয়েছে।

জানা যায়, ২০০৩ সালে ২৫ শে মে স্থাপিত হওয়া টেকনাফ শাহপরীর দ্বীপ ক্যাটল করিডোরে দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে মিয়ানমার হতে পশু আমদানী কিছুটা ব্যাহত হয়। কোরবানীর হাটে পশু সংকটের আশংকা দেখা দেয়। কিন্তু ঈদের দিন ঘতই ঘনিয়ে আসছে পশু ব্যবসায় ক্ষতি হতে রেহায় পেতে ওপারের ব্যবসায়ীরাও মওজুদকৃত পশু নিয়ে উদ্বিগ্ন হয়ে উঠে। শেষ পর্যন্ত ঝুঁকি নিয়ে হলেও এসব পশুর চালান নিয়ে হাজির হয় করিডোরে। চলতি মাসের শুরু হতে ১৯ আগষ্ট পর্যন্ত মিয়ানমার হতে ১০ হাজার ৬শ ২১টি গরু-মহিষ এসেছে।

গরু মহিষ উপজেলার স্থানীয় বাজার সমুহের পাশাপাশি দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হচ্ছে। এদিকে গত বছর মিয়ানমার হতে সংঘাতের শিকার হয়ে আসা বিরাট রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য কোরবানীর গরু কিনতে বেশ কিছু সংস্থার মানুষ স্থানীয় বাজার সমুহে সক্রিয় থাকায় পশু ব্যবসায়ীরা দাম কমাচ্ছে না। এরফলে পশুর দাম কমছেনা। এরই বিরূপ প্রভাব পড়ছে স্থানীয় দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের মানুষজন।

এই বিষয়ে এই উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মতামত তুলে ধরা হল। হ্নীলার মুক্তিযোদ্ধা সোলতান আহমদ বলেন, স্থানীয় মানুষের পাশাপাশি বিরাট রোহিঙ্গাদের চাপ আর পশুর সংখ্যা পর্যাপ্ত না হওয়ায় পশুর বাজার কিছুটা উর্ধ্বমুখী। এতে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবার সমুহ হিসেব মিলাতে হিমশিম খাচ্ছে। বাহার ছড়ার রহমত উল্লাহ বলেন, বাজারে গরু-মহিষের দাম বেশী হলেও নিমিষেই হাওয়া হয়ে যাচ্ছে। এই কারণে দরিদ্র-মধ্যবিত্ত পরিবারের কোরবানী বাজেট নিয়ে টেনশন বেড়ে গেছে।

সাবরাংয়ের ইসমাঈল বলেন, করিডোর দিয়ে পর্যাপ্ত পশু আসায় স্থানীয় বাজারে গরু-মহিষের দাম কিছুটা কমতে শুরু করেছে। টেকনাফ সদরের মৌলভী জোবাইর বলেন, টেকনাফের স্থানীয় বাজার সমুহে রোহিঙ্গারাই পছন্দের গরু কিনে নিয়ে যাচ্ছে। আমাদের মত গরীব মানুষেরা বাজেট ঘাটতি হওয়ায় শেয়ার করেও গরু কিনতে হিমশিম খাচ্ছি।

হোয়াইক্যংয়ের শব্বির আহমদ বলেন, রোহিঙ্গাদের জন্য বড় ও মাঝারী আকারের গরু কেনা অব্যাহত থাকায় স্থানীয় দরিদ্র ও মধ্যবিত্ত মানুষ গরু কিনতে গিয়েই চড়া দামের সম্মুখীন হচ্ছে। রোহিঙ্গা ক্যাম্পের কবির আহমদ বলেন, ক্যাম্পে অবস্থানরত টাকাওয়ালারা অনেকে নিজ উদ্যোগে কোরবানীর জন্য ভালমানের গরু-মহিষ কিনেছেন। অসহায়-দরিদ্ররা ক্যাম্পে সেবায় নিয়োজিত লোকজন কোরবানীর মাংস দিবে এই আশায় অপেক্ষায় রয়েছে।

সূত্র মতে, গত ১৭ আগষ্ট ১১টি ট্রলারে ১ হাজার ১শ ২৯ টি, ১৮ আগষ্ট ১৩টি ট্রলারে ২ হাজার ১শ ৭০ টি এবং ১৯ আগষ্ট ১শ ৫শ ৯৯টি গরু-মহিষ এসছে। এসব পশুর মধ্যে গরুর সংখ্যাই বেশী। গত ৩দিনে রাজস্ব আয় হয়েছে ২৪ লক্ষ ৪৯ হাজার। যা বলতে গেলে এই করিডোরে পশু আমদানীর ক্ষেত্রে রাজস্ব আয়ে একটি রেকর্ড।

এদিকে চলতি মাসে ১৫ আগস্ট পর্যন্ত এই করিডরে গত ১২ দিনে মিয়ানমার হতে পশু আমদানি হয়েছে ৫ হাজার ৭শ ২৩টি। তাতে গরু ছিল ৫ হাজার ৪শ ৯১টি এবং মহিষ ছিল ২শ ৩২টি। এরই মধ্যে দূর্যোগ আবহাওয়ার কারণে পশু আমদানী ব্যাহত হলেও গত ১৭ আগষ্ট হতে নতুন করে পশু আমদানী শুরু হয়।

টেকনাফ শুল্ক স্টেশন সুত্র জানায়,মিয়ানমার হতে পশু আমদানীর মাধ্যমে এই করিডোর রাজস্ব আয়ে ভূমিকা রাখছে। পশু আমদানি অব্যাহত থাকলে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা অতিক্রম করা সম্ভব হবে বলে মত আশাবাদ ব্যক্ত করেন।

টেকনাফ শাহপরীর দ্বীপ করিডোর পশু আমদানিকারক সমিতির সভাপতি আব্দুল্লাহ মনির জানান, দূর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাগর উত্তাল থাকায় গত কয়েক দিনধরে পশু বোঝাই কোন ট্রলার করিডোরে আসতে পারেনি। তবে বৈরি আবহাওয়া কেটে যাওয়ায় আশাতীত পশু আসছে।

এই পরিস্থিতি স্বাভাবিক থাকলে কোরবানির আগ পর্যন্ত ওপার হতে রেকর্ড পরিমাণ গবাদি পশু আমদানি করা সম্ভব হবে। এতে দেশের দক্ষিণাঞ্চলসহ বিভিন্ন পশুর হাটে কোরবানির পশুর চাহিদা পূরণের পাশাপাশি সরকারের রাজস্ব আয়ও বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেন।

এদিকে সোনালী ব্যাংকের শাখা দূরে হওয়ায় ব্যবসায়ীদের যাতায়াত ভোগান্তি ও সময়ের অপচয় হচ্ছে। অর্থ, সময় ও যাতায়াত ভোগান্তি কমাতে করিডোরের পাশে অস্থায়ী একটি সোনালী ব্যাংক ও শুল্ক স্টেশনের বুথ স্থাপনের জন্য সরকারের উর্ধ্বতন মহলের সুদৃষ্টি কামনা করেছেন করিডোর ব্যবসায়ীরা।

More News Of This Category
© All rights reserved © 2021 Alokito Teknaf
Theme Customization By NewsSun