বাড়িআলোকিত টেকনাফবজ্রপাতে মহেশখালীতে ৩ লবন চাষী নিহত

বজ্রপাতে মহেশখালীতে ৩ লবন চাষী নিহত

মো: নাহিদ:

করোনা আতংকে শনিবার হঠাৎ কালবৈশাখী আতংক দেখা দিয়েছে কক্সবাজারের মানুষের মাঝে। ৪ এপ্রিল বিকেলে হঠাৎ তিব্র বাতাস আর বজ্রপাতে মহেশকালীতে ৩ লবন চাষী নিহত হয়েছে। এছাড়া ক্ষতি হয়েছে লবন, পান, ধানসহ ফসলি মাঠের।

মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জামিরুল ইসলাম মহেশখালীতে তিনজন নিহতের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, হোয়ানকে পশ্চিম বানিয়াকাটা এলাকার নেছার আহম্মদের ছেলে মানিক( ১৭)। তিনি মৈন্নাঘোনা লবণ মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে নিহত হয়। পেকুয়া উপজেলার টৈটং ধৈনিনিয়া কাটা এলাকার ছৈয়দুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান (২৫)। তিনি হোয়ানকের আন্নুঘোনায় লবণ মাঠে কর্মরত ছিলেন। তৃতীয়জন হলেন, বড়মহেশখালী ইউনিয়নের জাগিরাঘোনার এলাকার জালাল আহমদের ছেলে মোঃ ফারুক (২৫) । সে কালাপাইন্না ঘোনায় নিহত হন।

চাষিরা জানিয়েছেন, হঠাৎ আড়াইটার দিকে চারদিকে অন্ধকার নেমে আসে। এ পর্যায়ে তিব্র বাতাস আর বজ্রপাত শুরু হলে সবাই বাড়ি ফিরে আসে। কিন্তু অনেকে লবন মাঠের অসমাপ্ত কাজে ব্যস্ত ছিলো। এ সময় তিন জন নিহত হন। এতে ক্ষতি হয়েছে চাষীদের মাঠের লবন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, বজ্রপাতে নিহতের বিষয়টি স্থানীয়দের মাধ্যমে নিশ্চিত হই। আমরা তাদের সহযোগিতা করবো।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments