বাংলাদেশ কোস্ট গার্ড বাহিনী কর্তৃক বিপুল পরিমান বিদেশী শাড়ী জব্দ (ভিডিও)
Reporter Name
Update Time :
শুক্রবার, ২৫ মে, ২০১৮
৬৪৭
Time View
আলোকিত টেকনাফ ডেস্কঃ-
গোপন সংবাদের ভিত্তিতে অদ্য ২৫ মে ২০১৮ তারিখ আনুমানিক ১০:০০ ঘটিকা হতে ১৪:০০ ঘটিকা পর্যন্ত বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ সিজি বেইস চট্টগ্রাম, র্যাব এবং শুল্ক গোয়েন্দা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে চট্টগ্রামের দেওয়ানজী পুকুর পাড় রহমতগঞ্জ আন্দরকিল্লা বাজার এলাকা হতে বৈধ কাগজ পত্র বিহীন বিদেশী ১০৩৭ পিস কাতান শাড়ী, ১০৮ পিস জর্জেট শাড়ী, ২৬৮ পিস পাঞ্জাবী, ৮৮ পিস লেহাঙ্গা, ৬৬ পিস শাল জব্দ করা হয়। জব্দ কৃত মালামালের আনুমানিক বাজার মূল্য টাকা ১,২০,০৮,০০০/০০ (টাকা এক কোটি বিশ লক্ষ আট হাজার) । উক্ত অভিযানে কোন অপরাধীকে আটক করা সম্ভব হয়নি। জব্দকৃত বিদেশী কাপড় যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে ।