রোহিঙ্গাদের কারনে ধ্বংস হয়েছে ৫ হাজার একর বনভূমি
নিজস্ব প্রতিবেদক:
প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে বিভিন্ন মন্ত্রীদের সাথে বৈঠক চলছে। দিনের শুরুতে পরিবেশ ও বন মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদের সাথে বৈঠক করেন জেলা প্রশাসকরা। এসময় মন্ত্রী বলেন, রোহিঙ্গাদের কারনে কক্সবাজারে পাঁচ হাজার একর বনভূমি ধ্বংস হয়ে এখন পরিবেশ সংকটাপন্ন হয়ে পড়েছে। এছাড়া, অবৈধভাবে বসবাসকারীদের উচ্ছেদ ছাড়া পাহাড় ধস ঠেকানা সম্ভব না বলেও জানান তিনি। বনের জমি ইজারা দেয়া, পাহাড় কাটা ও পরিবেশ দূষণ বন্ধের নির্দেশও দেন মন্ত্রী। পাহাড় ধস রোধে গাছ লাগাতে জেলা প্রশাসকদের নির্দেশ দেয়া হয়।