বাড়িআলোকিত টেকনাফআওয়ামীলীগ বিএনপির কর্মসূচিতে ধাওয়া পাল্টা ধাওয়া

আওয়ামীলীগ বিএনপির কর্মসূচিতে ধাওয়া পাল্টা ধাওয়া

মিজানুর রহমান মিজান,টেকনাফ কক্সবাজার 

কক্সবাজার টেকনাফে বিএনপির কর্মসূচিতে  আওয়ামীলীগের নেতা কর্মীরা ইট- পাটকেল নিক্ষেপ গুলো ছুটছে বলে অভিযোগ করছে বিএনপির নেতাকর্মীরা। কর্মসূচি চলার মধ্যে দুই দলের  নেতাকর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় দুই দলের ১৮ জন নেতাকর্মী আহত হয়েছে বলে জানা যায়।

পরবর্তী পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনার চেষ্টা করে। পুলিশ কড়াকড়ি চালালে পরিস্থিতি স্বাভাবিক হয়।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩ টার দিকে আওয়ামী লীগ-বিএনপির কর্মসূচিকে কেন্দ্র করে উপজেলার হ্নীলা ইউনিয়নের টেকনাফ-কক্সবাজার মহাসড়কে এ সংঘর্ষ হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার হ্নীলা স্টেশন এলাকায় ইউনিয়ন বিএনপির সভাপতি আলী আহম্মদের নেতৃত্বে কেন্দ্র ঘোষিত কর্মসূচি ‘পদযাত্রা’ পালিত হয়। এসময় হ্নীলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলীর নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিএনপির নেতাকর্মীদের ওপর ইট পাটকেল ছোঁড়েন এবং গুলি চালান। পরে উভয় দলের নেতাকর্মীরা পাল্টাপাল্টি ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ শুরু করেন। এতে উভয় পক্ষের ২০ জন আহত হন। হঠাৎ রাজনীতির মাঠ গরম হওয়ায় আমরা আতংকে আছি।

এ বিষয়ে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মোহাম্মদ আলী বলেন, জেলা বিএনপি সভাপতি শাহাজাহান চৌধুরীর ইন্ধনে আমাদের ওপর হামলা চালানো হয়। আমাদের গাড়ি ভাঙচুর করা হয়। আমাদের ‘শান্তি সমাবেশে’ বিএনপির নেতাকর্মীরা আগে হামলা চালান। আত্মরক্ষার্থে আমি উপরের দিকে কয়েক রাউন্ড ফাঁকা গুলি করি। তাদের হামলায় আমাদের ১০-১২ দলীয় নেতাকর্মীরা আহত হয়েছেন। আহতদের হাসপাতালে চিকিৎসা চলছে।

এ বিষয়ে টেকনাফ উপজেলা বিএনপির সভাপতি এডঃ হাসান সিদ্দিকী জানান, আমাদের সমাবেশে আওয়ামী লীগের নেতা কর্মীরা শান্তি মিছিল নামের আক্রমন করতে আসলে শুধু মাত্র বিএনপির নেতা কর্মীরা তাদের প্রতিহত করতে চেয়েছেন। তিনি আরো বলেন, এ সময় ইউপি চেয়ারম্যান রাশেদের নেতৃত্বে আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালান। আমাদের নেতাকর্মীদের লক্ষ্য করে গুলি করেন তারা। এ ঘটনায় আমাদের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

এ বিষয়ে টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম বলেন, দুই দলের মধ্যে সংঘর্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। কারা গুলি চালিয়েছে এ তথ্য আজ ও পাইনি। এ বিষয়টি তদন্ত করতেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments