বাড়িআলোকিত টেকনাফউখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

উখিয়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

নিউজ ডেস্ক।

কক্সবাজারের উখিয়ায় বিজিবির সাথে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়েছে।শুক্রবার (২৮ জুন) ভোর রাতে উখিয়ার রহমতের বিল এলাকায় এ ‘বন্দুকযুদ্ধে’র ঘটনা ঘটে।নিহত রোহিঙ্গা যুবক হলেন, উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পের নুরুল কবিরের ছেলে মোহাম্মদ নুর (২৫)।কক্সবাজার ৩৪ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অতিরিক্ত পরিচালক মেজর আশরাফ উল্লাহ রনি জানিয়েছেন, শুক্রবার রাতে উখিয়ার সীমান্তবর্তী এলাকার রহমতের বিলে টহল দেওয়ার সময় দায়িত্বরত বিজিবি’র সদস্যদের সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গা ইয়াবা কারবারি নিহত হয়েছে। এসময় ১৫ হাজার পিস ইয়াবা, একটি দেশীয় বন্দুক, ২টি খালি কার্তুজ উদ্ধার করা হয়েছে।নিহত রোহিঙ্গা মোহাম্মদ নুর (২৫) ওই এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবা নিয়ে বাংলাদেশে প্রবেশ করার সময় বিজিবির প্রতিরোধের মুখে পড়ে। এসময় বিজিবিকে লক্ষ্য করে গুলি চালালে বিজিবিও পাল্টা গুলি করে। এক পর্যায়ে তার অন্যান্য সহযোগীরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়। মৃতদেহটি উখিয়া থানা পুলিশের মাধ্যমে ময়নাতদন্তের জন্য কক্সবাজার হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে উখিয়া থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments