বাড়িকক্সবাজারউখিয়াউখিয়ায় মধুবনসহ ২ প্রতিষ্ঠানকে জরিমানা

উখিয়ায় মধুবনসহ ২ প্রতিষ্ঠানকে জরিমানা

এম. সালাহ উদ্দিন আকাশ, উখিয়া : জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযানে ২ প্রতিষ্ঠানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রবিবার (১৮ এপ্রিল) উখিয়া উপজেলার মরিচ্যা বাজার এলাকায় তদারকি অভিযান পরিচালনা করা হয়। পরিচালনা করা হয়। ভোক্তা অধিকারের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক ইমরান হোসাইনের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

অভিযানে মরিচ্যা বাজার এলাকার মধুবন স্টোরকে কে মূল্য তালিকা না রাখা, পণ্যের গায়ে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকা, অতিরিক্ত মূল্যে খেজুর বিক্রি করার অপরাধে ২ হাজার টাকা, মাস্টার মেডিকেল হল কে মেয়াদোত্তীর্ণ ঔষুধ রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোঃ ইমরান হোসাইন দৈনিক অধিকার কে বলেন, এ সময় উখিয়া উপজেলার মরিচ্যা বাজার ও রামু উপজেলার খুনিয়াপালং এলাকার বিভিন্ন ব্যবসায় প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়িদের মাঝে ভোক্তা অধিকার আইন সম্পর্কে প্রচারনা করা হয়। এছাড়াও ব্যাবসায়িদের স্বাস্থ্যবিধি মেনে চলা, মূল্য বেশি না রাখা, অমুমোদনবিহীন পণ্য বিক্রি না করার পরামর্শ দেওয়া হয়।

এ সময় সার্বিক নিরাপত্তা প্রদান করেন র‌্যাব-১৫ কক্সবাজার এর এক দল সদস্য।

জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজার জেলা কার্যালয়ের বাজার তদারকি অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মোঃ ইমরান হোসাইন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments