বাড়িআলোকিত টেকনাফউখিয়ায় র‍্যাবের কোটি টাকার ইয়াবা উদ্ধার

উখিয়ায় র‍্যাবের কোটি টাকার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

উখিয়া রাজাপালং এলাকা থেকে ১৯ হাজার ৬’শ পিস ইয়াবাসহ দুইজন রোহিঙ্গা মাদক ব্যবসায়ী আটক করেছে র‍্যাব।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে হাইওয়ে পুলিশ ডাম্পিং স্টেশন সংলগ্ন পাকা রাস্তা থেকে তাদেরকে আটক করা হয়।

আটক দুইজন হলেন- কুতুপালং দুই নম্বর ক্যাম্পের ডি-ব্লকের আবুল কাশেমের ছেলে জিয়াউল হক (৩০) ও এক নম্বর ক্যাম্পের ই-ব্লকের লম্বাশিয়া এলাকার মীর কাশেমের ছেলে কামাল হোসেন (২০)।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর সহকারি পরিচালক (মিডিয়া) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

তিনি জানান, দুইজন রোহিঙ্গা পাচারের জন্য বেশকিছু ইয়াবা নিয়ে অবস্থান করছিল এমন গোপন সংবাদে অভিযান চালানো হয়। এসময় র‍্যাব সদস্যদের দেখতে পেয়ে পালিয়ে যাওয়ার সময় হাতেনাতে ২ জনকে আটক করা হয়। পরে তাদের হাতে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশি করে ১৩ টি প্লাস্টিকের প্যাকেটে মোড়ানো ১৯ হাজার ৬’শ পীচ ইয়াবা উদ্ধার করা হয়েছে। যার আনুমানিক মূল্য ৯৮ লক্ষ টাকা।

আটক দুই মাদক ব্যবসায়ীকে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে ও জানান আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments