বাড়িআলোকিত টেকনাফউখিয়ায় স্কুল শিক্ষিকাকে ইভটিজিংয়ের দায়ে যুবকের সাজা

উখিয়ায় স্কুল শিক্ষিকাকে ইভটিজিংয়ের দায়ে যুবকের সাজা

কায়সার হামিদ মানিক,উখিয়া::

উখিয়ায় এক সহকারি শিক্ষিকাকে ইভটিজিংয়ের দায়ে এক যুবককে ১বছরের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।প্রাপ্ত তথ্যে জানা গেছে,উখিয়ার দরগাহবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন সহকারি শিক্ষিকাকে কয়েকদিন ধরে এক বখাটে মাদকাসক্ত যুবক উত্যাক্ত করে অাসছিল।৬ জুলাই সকাল১১ টার দিকে স্কুলের অন্যান্য শিক্ষকের সহযোগিতায় ইভটিজারকে আটক করে উখিয়া থানা পুলিশের উপ-পরিদর্শক মিল্টন দে’র মাধ্যমে সহকারি কমিশনার (ভূমি)উখিয়া’র কার্যালয়ে হাজির করা হয়।দায়ীত্বরত নির্বাহী ম্যাজিস্ট্রেট একরামু্ল ছিদ্দিক তাকে ৫০৯ ধারায় দোষী সাব্যস্ত করে ১ বছরের বিনাশ্রম কারাদন্ডে দন্ডিত করেন।কারাদন্ডে দন্ডিত ব্যাক্তির নাম জামাল হোসেন পিতা হাবিব নুর।তার বাড়ি বান্দরবান জেলার আলী কদম থানার ছাবের মিয়ার পাড়া গ্রামের।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments