বাড়িআলোকিত টেকনাফউখিয়ায় ৩০ লাখ টাকার ইয়াবাসহ ধরা খেল কারবারি

উখিয়ায় ৩০ লাখ টাকার ইয়াবাসহ ধরা খেল কারবারি

গোপন সংবাদে বিশেষ অভিযান চালিয়ে কক্সবাজারের উখিয়া উপজেলায় প্রায় ৩০ লাখ টাকার ইয়াবাসহ মো. জামাল উদ্দিন (২৭) নামে এক মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি)।

আটককৃত মাদক কারবারি জামাল উদ্দিন উখিয়া উপজেলার কলিম উল্লাহর ওরফে কলির ছেলে।

বুধবার (২৩ অক্টোবর) ভোররাত ৪টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের রহমতের বিল এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

কক্সবাজারের ৩৪ বিজিবির উপপরিচালক মো. তাজমিলুর ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার পালংখালী ইউনিয়নের উত্তর রহমতের বিলে চোরাচালান বিরোধী অভিযান পরিচালনাকালে বিজিবির টহল দলের উপস্থিতি টের পেয়ে কয়েকজন মাদক কারবারি দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময় তাদের মধ্যে মো. জামাল উদ্দিনকে আটক করা হয়। পরে তার হাতে থাকা পলিথিন ব্যাগে তল্লাশি চালিয়ে প্রায় ৩০ লাখ টাকা মূল্যের ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আরও চারজন আসামি পলাতক রয়েছে। তারা হলো- উখিয়ার কলিম উল্লাহর দুই ছেলে মো. কামাল উদ্দিন (২৯) ও মো. জসিম উদ্দিন (২০), মো. আমিন মিস্ত্রির ছেলে মো. হারুন মিয়া (২১) এবং মৃত হোসেন আলীর ছেলে মো. জানে আলম (৩৩)।

পরে উদ্ধারকৃত ইয়াবাসহ আটককৃত আসামিকে উখিয়া থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানিয়েছেন ৩৪ বিজিবির উপপরিচালক মো. তাজমিলুর ইসলাম।

উখিয়া থানার ওসি আবুল মনসুর ইয়াবাসহ আটকের সত্যতা নিশ্চিত করেছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments