বাড়িকক্সবাজারউখিয়াউখিয়ায় ​৩৩টি স্বর্ণের বারসহ রোহিঙ্গা চোরাচালানকারী আটক

উখিয়ায় ​৩৩টি স্বর্ণের বারসহ রোহিঙ্গা চোরাচালানকারী আটক

উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : মিয়ানমার সীমান্তবর্তী এলাকা দিয়ে এদেশে অবৈধ উপায়ে ঢুকছে স্বর্ণের বার সহ ইয়াবার চালান। সীমান্তে দায়িত্বরত বিজিবি’র সদস্যরা সোমবার ভোর সকাল সাড়ে ৬টার দিকে অভিযান চালিয়ে ২কোটি ৯১ লক্ষ ৪০ হাজার টাকা মূল্যের ৩৩টি স্বর্ণের বার সহ এক রোহিঙ্গা নাগরিককে আটক করেছে।
কক্সবাজার-টেকনাফ সড়কের উখিয়া টিভি টাওয়ার এর সামনে বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করেন।
কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল আলী হায়দার আজাদ আহমেদ জানান, চোরাকারবারীরা অবৈধভাবে স্বর্ণের একটি বড় চালান মিয়ানমার হতে নিয়ে আসার খবর পেয়ে তুমব্রু বিওপির সদস্যরা কুতুপালং এর দিকে পায়ে হেটে আসতে দেখে এক ব্যক্তিকে সন্দেহজনক তল্লাশী করে। এসময় কোমরে লুঙ্গির ভাঁজে অতিকৌশলে লুকায়িত অবস্থা থেকে উক্ত স্বর্ণের বার গুলোসহ মোঃ জয়নুল আবেদিন নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়। সে তুমব্রু শূণ্য রেখায় অবস্থিত কোনার পাড়া রোহিঙ্গা ক্যাম্পের মৃত- ফজর আহম্মদেন ছেলে।
বিজিবি অধিনায়ক আরো বলেন, আটক রোহিঙ্গা নাগরিককে উখিয়া থানায় সোপর্দ করা হবে এবং তার নিকট হতে উদ্ধারকৃত স্বর্ণের বার কক্সবাজার ট্রেজারী অফিসে জমা করার প্রক্রিয়া চলছে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments