বাড়িআলোকিত টেকনাফউখিয়া রোহিঙ্গা শিবিরে ৮ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

উখিয়া রোহিঙ্গা শিবিরে ৮ হাজার ইয়াবাসহ দম্পতি আটক

শাহ মুহাম্মদ রুবেল।

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শিবির হতে আট হাজার পিস ইয়াবড়িসহ রোহিঙ্গা দম্পতিকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (১৬-এপিবিএন) সদস্যরা।

আজ বিকেলে উপজেলার তাজনিমারখোলা ১৯ নং শিবিরের ব্লক-ডি-১ এর মৌলভী শামছুল আলমের বাসা থেকে এসব মাদকসহ দম্পতিকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৬-এপিবিএন এর অধিনায়ক তরিকুল ইসলাম।

আটকৃতরা হলেন, উখিয়া তাজনিমারখোলা ১৯ নং রোহিঙ্গা শিবিরের ব্লক-ডি-১ এর বাসিন্দা আবু ছিদ্দিকের ছেলে মৌলভী শামছুল আলম (৫৬) ও তার স্ত্রী ছখিনা বানু (৪০)।

তিনি জানান, আজ বিকেলে ১৯ নং ক্যাম্পের রোহিঙ্গা মৌলভী শামছুল আলমের বসত ঘরে অভিযান চালিয়ে তাদের স্বীকারোক্তি মতে একটি ট্রাংকের ভিতর হতে ৮ হাজার পিস ইয়াবা বড়ি জব্দ করা হয়। মাদক রাখার দ্বায়ে রোহিঙ্গা দম্পতিকে আটক করা হয়েছে।

এই ঘটনায় রোহিঙ্গা দম্পতিকে আইনীপ্রক্রিয়া শেষে উখিয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments