বাড়িআলোকিত টেকনাফএনজিও প্রতিহত করার কর্মসূচি সফল করতে বিক্ষোভ মিছিল

এনজিও প্রতিহত করার কর্মসূচি সফল করতে বিক্ষোভ মিছিল

।।নিজস্ব প্রতিবেদক।।

উখিয়ার কোর্টবাজারে ৪ মার্চ (সোমবার) অবস্থান ধর্মঘটের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত এনজিওদের প্রতিহত করার কর্মসূচিকে সফল করতে ৩ মার্চ (ররিবার) সন্ধ্যা ৭টায় বিক্ষোভ মিছিল করেছে অধিকার বাস্তবায়ন কমিটি উখিয়া।
উল্লেখ্য, রোহিঙ্গা ক্যাম্পে স্থানীয়দের চাকরির দাবিতে গত ৪০ দিন ধরে সরকারের বিভিন্ন দপ্তর ও এনজিওদের কাছে বারবার অনুরোধের করার পরেও স্থানীয়দের দাবি মানা হয়নি। এক মাস সময় নেয়ার পরও প্রশাষন স্থানীয়দের ন্যায্য দাবি এনজিওদের মানাতে পারেনি। উল্টো গত একমাসে এনজিওর চাকরিতে বহিরাগতরাই প্রাধান্য পেয়েছে।

রোহিঙ্গা ক্যাম্পের এনজিওতে চাকরিতে স্থানিয়দের অধিকার আদায়ের জন্য ১৪ দফা দাবি নিয়ে আন্দোলন করে আসছে উখিয়ার স্বার্থ রক্ষায় আন্দোলনকারী সংগঠন অধিকার বাস্তবায়ন কমিটি। এ সংগঠন স্থানীয়দের সাথে নিয়ে ১৪ দফা দাবী বাস্তবায়নে কক্সবাজারের জেলা প্রশাসক, রোহিঙ্গা ত্রান ও প্রত্যাবাসন কমিশনার, কক্সবাজারের পুলিশ সুপার, ইন্টার সেক্টর কোর্ডিনেশন গ্রুপ ও বিভিন্ন এনজিও সংস্থার কাছে স্মারকলিপি দিয়েছে।

অধিকার বাস্তবায়ন কমিটি উখিয়া নেতারা স্থানিয়দের পাশাপাশি বিদেশি এনজিও কর্মকর্তাদের পরিবর্তে বাংলাদেশি যোগ্যতা সম্পন্নদের আইএনজিওতে অগ্রাধিকার দেয়ার দাবি জানান।

গত জানুয়ারীর শেষের দিকে কক্সবাজারের জেলা প্রশাসকের সমন্বয় সভায় এনজিওরা স্থানীয়দের দাবি মেনে নেয়ার প্রতিশ্রুতি দিলেও তা বাস্তবায়ন করা হয়নি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments