বাড়িআলোকিত টেকনাফএবার ধরা পড়বে মাদকসেবী চালকরা

এবার ধরা পড়বে মাদকসেবী চালকরা

সড়কে দুর্ঘটনারোধ এবং শৃঙ্খলা ফেরাতে মাদকাসক্ত চালক সনাক্তের পরীক্ষা শুরু করেছে হাইওয়ে পুলিশ।

রবিবার (২০ অক্টোবর) সকাল থেকে কক্সবাজার-টেকনাফ সড়কে এই পরীক্ষা শুরু হয়। প্রথম দিনের পরীক্ষায় কোনো মাদকাসক্ত চালককে সনাক্ত করা সম্ভব হয়নি বলে জানা গেছে।

এই টেস্ট অব্যাহত থাকলে মাদকাসক্ত চালক ছাড়াই সড়কে দুর্ঘটনা কমার পাশাপাশি কিছুটা শৃঙ্খলা ফেরাতে সক্ষম হবে বলে মনে করেন স্থানীরা।

এ ব্যাপারে টেকনাফ সড়কের হোয়াইক্যং হাইওয়ে পুলিশের এসআই মহিউদ্দিন আহমদ জানান, ঊর্ধ্বতন মহলের নির্দেশনায় সড়কে চালকদের মাদক টেস্ট কার্যক্রম শুরু হলো। এই কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

এ দিকে সড়কে শৃঙ্খলা ফেরাতে হাইওয়ে পুলিশের এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে স্থানীয়রা বলেন, টেকনাফ-কক্সবাজার মহাসড়কে অধিকাংশ চালক অনভিজ্ঞ, অশিক্ষিত এবং মাদকাসক্ত। ফলে আঞ্চলিক এই মহাসড়কটিতে প্রতিনিয়ত দুর্ঘটনার শিকার হতে হয়। এ ধরনের উদ্যোগ সড়ক দুর্ঘটনা প্রতিরোধ এবং বিশৃঙ্খলা রোধে সহায়ক হবে বলে মনে করেন স্থানীয়রা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments