বাড়িআলোকিত টেকনাফকক্সবাজারের স্থানীয়দেরও সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

কক্সবাজারের স্থানীয়দেরও সহায়তা দেবে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্কঃ

মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার বলেছেন, একসঙ্গে বাস্তুচ্যুত বিপুল পরিমাণ রোহিঙ্গাকে আশ্রয় দিতে গিয়ে সীমান্ত এলাকার পরিবেশ ও স্থানীয় মানুষের অপূরণীয় ক্ষতি হয়েছে। কিন্তু মানবিক সহযোগিতা কেবল রোহিঙ্গাদের দেয়া হয়েছে এতদিন। ক্ষতি পুষিয়ে নিতে রোহিঙ্গাদের পাশাপাশি স্থানীয়দের সবদিক দিয়ে সহযোগিতা দেয়া দরকার। এরই অংশ হিসেবে যুক্তরাষ্ট্রের অর্থায়নে সূর্যের হাসি ক্লিনিক নিরাপদ স্বাস্থ্য সেবা দিচ্ছে। রোহিঙ্গাদের পাশাপাশি কক্সবাজারের জনগণের জন্যও যুক্তরাষ্ট্র সরকার এ সহায়তা অব্যাহত রাখবে।

কক্সবাজারের টেকনাফের হ্নীলা ইউনিয়নের মৌলভীবাজারে বেসরকারি সূর্যের হাসি ক্লিনিক পরিদর্শন শেষে মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার এসব কথা বলেন। বুধবার দুপুরে ওই ক্লিনিক পরিদর্শনে যান তিনি। প্রায় ঘণ্টাব্যাপী পরিদর্শনে তিনি ক্লিনিকের নানা কার্যক্রম ঘুরে দেখেন।

যুক্তরাষ্ট্রের আর্থিক সহায়তায় পরিচালিত এ ক্লিনিকের কার্যক্রম দেখে খুশি হন তিনি। ক্লিনিকের কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করে গড়ে তোলার আশ্বাস দেন মার্কিন রাষ্ট্রদূত।

হ্নীলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচকে আনোয়ার, হোয়াইক্যং মডেল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ নুর আহমদ আনোয়ারী, পরিবার পরিকল্পনা ইন্সপেক্টর হাসান টিটুর সঙ্গে ক্লিনিকের কার্যক্রম নিয়ে কথা বলেন তিনি।

এ সময় উপস্থিত ছিলেন- মিশন ডিরেক্টরের ডেরিক ব্রাউন, সিওপি সিনিয়র ড. সুকুমার ও জেমস এল গ্রিফিন এনটিএস আব্দুল মতিন ও শেখ নজরুল ইসলাম এবং ক্লিনিক ম্যানেজার অজয় কুমার চৌধুরী প্রমুক।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments