বাড়িআলোকিত টেকনাফকক্সবাজারে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

কক্সবাজারে ইউপি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

কক্সবাজারের মহেশখালী উপজেলার শাপলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনের ভোটগ্রহণ চলছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সকাল ৮টা থেকে একযোগে কঠোর নিরাপত্তায় সব কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হয়েছে। বিকাল ৪টার পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

শতভাগ সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে প্রশাসন। ৯টি ভোট কেন্দ্রে ৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগ দেওয়া হয়েছে।

মহেশখালী উপজেলা নির্বাচন অফিসার ও শাপলাপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনের রিটার্নিং অফিসার মো. জুলকার নাঈম বলেন, প্রত্যেক কেন্দ্রে একজন করে ম্যাজিস্ট্রেটসহ পুলিশ, র‌্যাব, বিজিবি ও পর্যবেক্ষক নিয়োজিত রয়েছে।

রিটার্নিং অফিসার জুলকার নাঈম জানান, শাপলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থী রয়েছে ও ১২টি মেম্বার পদে ৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

আরও পড়ুন- নারায়ণগঞ্জে অগ্নিকাণ্ডে অর্ধশত ঘর পুড়ে ছাই

চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- দিদারুল ইসলাম, নুরুল হক, আবদুল গফুর, মোহাম্মদ নুরুল হুদা, গিয়াস উদ্দিন সিকদার, আবদুল খালেক, ওসমান সরওয়ার, মোহাম্মদ সাঈদুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ রফিকুল ইসলাম, এ.কে.এম ইলিয়াস, বদর উদ্দিন, মোহাম্মদ আলম, মোহাম্মদ শাহজাহান ফারুকী, সোহেল রানা, সালাহ উদ্দিন হেলালী কমল ও মনির আহমদ।

তবে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুল খালেক, দিদারুল আলম ও সালাহউদ্দিন হেলালী কমলের মধ্যে ত্রিমুখী প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ভোটাররা ধারণা করছেন।

শাপলাপুর ইউনিয়ন পরিষদের নির্বাচনে মোট ভোট কেন্দ্রে বুথ রয়েছে ৪৬টি। এই ইউনিয়নে মোট ১৯ হাজার ৫১৮ জন ভোটার রয়েছেন। এর মধ্যে পুরুষ ভোটার ৯৮ হাজার ৫৬ জন, মহিলা ভোটার ৯৬ হাজার ৬২ জন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments