বাড়িআলোকিত টেকনাফকক্সবাজারে বিজিবির অভিযানে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক ৪

কক্সবাজারে বিজিবির অভিযানে এক লাখ ২০ হাজার ইয়াবাসহ আটক ৪

শাহ্‌ মুহাম্মদ রুবেল, কক্সবাজার।

কক্সবাজারে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৩৪ ব্যাটালিয়নের সদস্যরা  অভিযান চালিয়ে ৪ ইয়াবা কারবারিকে আটক করেছে। তাদের কাছ থেকে ১ লাখ ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে বিজিবি।

বিজিবির কক্সবাজার রিজিয়নের আওতাধীন কক্সবাজার ব্যাটালিয়নের রেজুআমতলী বিওপি সদস্যরা সোমবার (২৮ ডিসেম্বর) রাতে এই  অভিযান চালায় বলে বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে কর্নেল আলী হায়দার আজাদ আহমেদ জানান,  রেজুআমতলী বিওপির সদস্যরা নিজস্ব গোয়েন্দা সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করতে পারে। উক্ত সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলার উখিয়া উপজেলার রাজাপালং ইউপির বাগানপাড়া ফিশারীঘাট নামক স্থানে ফাঁদ পেতে থাকে।

পরবর্তীতে আনুমানিক রাত সাড়ে তিনটার সময় ৪ জন ব্যক্তিকে পায়ে হেঁটে সীমান্ত এলাকা হতে বাংলাদেশের দিকে আসতে দেখে সন্দেহভাজন হিসেবে আটক করে। পরবর্তীতে তাদের  শরীরে অতিকৌশলে বাঁধা অবস্থায় লুঙ্গি দিয়ে মোড়ানো ব্যাগ তল্লাশী করে ৩ কোটি ৬০ লক্ষ টাকা মূল্যের ১ লক্ষ ২০ হাজার পীস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও জানান তিনি।

আটককৃতরা হলো- কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প-১, ব্লক-এফ/৩ এর মৃত নুরুল বশরের ছেলে মোঃ সৈয়দ (৩৭), একই ক্যাম্পের ব্লক-এফ/১২ এর মৃত জাহিদ হোসেনের ছেলে এনায়েতুর রহমান (২১), ব্লক-সি/১৩ এর মৃত সুলতান আহমেদের ছেলে মোঃ জুবায়ের (২০) এবং রোহিঙ্গা ক্যাম্প-৭, ব্লক-সি/১১ এর মৃত শামসুরের ছেলে নুর আলম (৩০)। উল্লেখ্য, কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর দায়িত্বপূর্ণ এলাকায় গত ১ জানুয়ারি  হতে অদ্যাবধি পর্যন্ত চোরাচালান ও মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিজিবি টহলদল কর্তৃক একশত চার কোটি একান্ন লক্ষ উনআশি হাজার ছয়শত টাকা মূল্যের ৩৪ লক্ষ ৮৩ হাজার ৯ শ ৩২ পিস বার্মিজ ইয়াবাসহ ২৮৫ জন আসামী আটক করে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments