বাড়িআলোকিত টেকনাফকক্সবাজারে ২ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত: জেলা প্রশাসক

কক্সবাজারে ২ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় মোকার তাণ্ডবে কক্সবাজারের ২ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক মুহাম্মদ শাহিন ইমরান। এ ছাড়া ঘূর্ণিঝড়ে জেলার আরও ১০ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান তিনি।

আজ রোববার সন্ধ্যা সোয়া ৬টার দিকে তিনি এসব তথ্য জানান।

জেলা প্রশাসক মুহাম্মদ শাহিন ইমরান বলেন, ঘূণিঝড় মোকার প্রভাবে জেলার অন্তত ২ হাজার ঘরবাড়ি পুরোপুরি ভেঙে গেছে। এ ছাড়া ১০ হাজার ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

তিনি জানান, ঘূর্ণিঝড়ে টেকনাফ-সেন্ট মার্টিন দ্বীপে সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। শুধু সেন্ট মার্টিন দ্বীপের ১২০০ ঘরবাড়ি পুরোপুরি লণ্ডভণ্ড হয়ে গেছে।

ঘূর্ণিঝড়ে বেশ কয়েকজনের আহত হওয়ার খবর পাওয়া গেছে বলেও জানিয়েছে জেলা প্রশাসক। তবে এখন পর্যন্ত কেউ নিহত হওয়ার খবর পাওয়া যায়নি বলে জানান তিনি।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments