বাড়িআলোকিত টেকনাফকক্সবাজার, টেকনাফ ও রামুর ৩ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

কক্সবাজার, টেকনাফ ও রামুর ৩ প্রকল্পের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিউজ ডেস্কঃ

কক্সবাজার সদর, রামু ও টেকনাফের তিনটি প্রকল্প উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (১ নভেম্বর) সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই তিন প্রকল্পসহ ২০টি মন্ত্রণালয়ের ৫৬টি জেলায় ৩২১টি প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

কক্সবাজারের উদ্বোধন হওয়া প্রকল্প হলো- কক্সবাজার- টেকনাফ ২০- মেগাওয়াট সোলার বিদ্যুৎ কেন্দ্র, কক্সবাজার সদর-টেকনাফ শতভাগ বিদ্যুাতায়ন ও রামুতে নবনির্মিত ফায়ার সার্ভিস কেন্দ্র।

এসব প্রকল্প উদ্বোধন কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গণভবনের প্রধানমন্ত্রীর সাথে সরাসরি সংযুক্ত করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ কামাল হোসেন, পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান লে. কর্ণেল (অব.) ফোরকান আহমদ, জেলা আওয়ামী লীগের সভাপতি এড. সিরাজুল মোস্তফা, সাধারণ সম্পাদক ও পৌর মেয়র মুজিবুর রহমান।

এছাড়াও বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি ও সুশীল সমাজের প্রতিনিধি উপস্থিত ছিলেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments