বাড়িআলোকিত টেকনাফকক্সবাজার শহরে দিনের বেলায় ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ ও নিরাপদ সড়ক চাই

কক্সবাজার শহরে দিনের বেলায় ভারী যানবাহন প্রবেশ নিষিদ্ধ ও নিরাপদ সড়ক চাই

ইউছুপ আরমান, কক্সবাজারঃ –

সারা বাংলাদেশ জুড়ে যখন নিরাপদ সড়ক আন্দোলন চলছে তখনো কক্সবাজারের চিত্র পাল্টায় নি। বৃদ্ধি পায় নি কোন সচেতনতা, মানুষের মাঝে নাই কোন প্রতিক্রিয়া। সক্রিয় হয়নি কেউ। পর্যটন নগরী একটি জনবহুল শহর। প্রতিদিন অজস্র মানুষের চলাচলের রাস্তা খুব ক্ষুদ্র বটে। তাছাড়া কক্সবাজার শহর টমটমের দখলে। এছাড়াও প্রাণকেন্দ্র শহরে ট্রাফিকের দায়িত্ব অবহেলার ফলে দিনের বেলায় বাস টার্মিনাল অতিক্রম করে বাস-ট্রাক-পিকআপ শহরে প্রবেশ করে যত্রতত্র দাঁড়িয়ে নির্বিঘ্নে মালামাল উঠা-নামার কাজ অবাধে চলছে যার দরুন যানজট সৃষ্টি হচ্ছে। কাজেই ক্ষুদ্র রাস্তায় সৃষ্টি হচ্ছে জ্যাম কিংবা ঘটে যাচ্ছে কোন অনাকাংক্ষিত দূর্ঘটনা। সুতরাং বাস-ট্রাক-পিকআপ গুলো কে সময় সীমা বেঁধে দেয়া অত্যন্ত জরুরী। যেকোন ভারী যানবাহন শহরে প্রবেশ করার জন্য রাতের ১০টার পর থেকে দিনের সকাল ৮টা নির্ধারণ করা একান্ত আবশ্যক। এরপর ও যদি কোন ভারী কোন যানবাহন এই আইন অমান্য করলে কঠোর শাস্তির বিধান রাখা হোক। নিরাপদ সড়কের স্বার্থে বাস টার্মিনাল অতিক্রম করে কোন ভারী যানবাহন শহরে প্রবেশ নিষিদ্ধ করা হোক।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments