বাড়িআলোকিত টেকনাফকরোনা ভাইরাসের কারণে বাতিল হলো জেলা প্রশাসন ও জেলা পুলিশের স্বাধীনতা দিবসের...

করোনা ভাইরাসের কারণে বাতিল হলো জেলা প্রশাসন ও জেলা পুলিশের স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা

আলোকিত টেকনাফ ডেস্কঃ-

বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনা ভাইরাসের মহামারীর কারণে জনস্বাস্থ্যের কথা বিবেচনা করে কক্সবাজার জেলা প্রশাসন ও জেলা পুলিশের মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। জেলা

প্রশাসক মোঃ কামাল হোসেন এবং জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম (বার) বিষয়টি  নিশ্চিত করেছেন।

এর আগে (২২ মার্চ) বঙ্গভবনে রাষ্ট্রপতি আব্দুল হামিদের সঙ্গে  প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বৈঠকের পর মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা বাতিল করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। দেশে নভেল করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় জনস্বাস্থ্যের নিরাপত্তায় স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন এবং বঙ্গভবনে সংবর্ধনা অনুষ্ঠান বাতিল করা হয়েছে। এছাড়া স্থগিত করা হয়েছে স্বাধীনতা পদক বিতরণ অনুষ্ঠান।
এর ধারাবাহিকতায় কক্সবাজারেও স্বাধীনতা দিবসের অনুষ্ঠানমালা বাতিল করা হলো।

 

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments