বাড়িআলোকিত টেকনাফ‘গাম্বিয়া গাম্বিয়া’ স্লোগানে মুখর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প

‘গাম্বিয়া গাম্বিয়া’ স্লোগানে মুখর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প

নেদারল্যান্ডে অবস্থিত হেগের আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা ইস্যুতে মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার দায়ের করা মামলার শুনানি শুরু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) শুরু হওয়া এই শুনানিতে মিয়ানমারকে রোহিঙ্গা মুসলিমদের ওপর গণহত্যা বন্ধের আহ্বান জানানো হয়। এ সময় স্তব্ধ হয়ে বসে ছিলেন মিয়ানমারের প্রতিনিধি অং সান সু চি। এ দিকে, মিয়ানমারের বিচার কাজ শুরু হওয়ায় কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পগুলোতে ‘গাম্বিয়া, গাম্বিয়া’ স্লোগানে গোটা এলাকা মুখর করে তোলেন রোহিঙ্গারা।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) রোহিঙ্গা ক্যাম্পের বিভিন্ন মসজিদ ও মাদরাসা পরিদর্শন করে এ চিত্র দেখা যায়।

পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া গত ১১ নভেম্বর আন্তর্জাতিক বিচারিক আদালতে মামলা করেছে। মঙ্গলবার এ ইস্যুতে আদালতে শুনানি শুরু হয়েছে।

‘গাম্বিয়া গাম্বিয়া’ স্লোগানে মুখর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প

মামলায় মিয়ানমার গণহত্যা, ধর্ষণ এবং সম্প্রদায় ধ্বংসের মাধ্যমে রোহিঙ্গাদের ধ্বংস করার উদ্দেশ্যে গণহত্যামূলক কাজ করেছে বলে অভিযোগ করেছে গাম্বিয়া।

‘গাম্বিয়া গাম্বিয়া’ স্লোগানে মুখর কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প

উল্লেখ্য, গাম্বিয়ার দায়ের করা মামলার শুনানির জন্য ১০ ডিসেম্বর থেকে ১২ ডিসেম্বর পর্যন্ত তারিখ নির্ধারণ করা হয়েছে। প্রথম ধাপে ১০ ডিসেম্বর শুনানি করে গাম্বিয়া। আর ১১ ডিসেম্বর শুনানি করবে মিয়ানমার। এরপর ১২ ডিসেম্বর এক সঙ্গে দুই দেশের শুনানি হবে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments