বাড়িআলোকিত টেকনাফটেকনাফে অবৈধ স্বর্ণের বারসহ রাখাইন পাচারকারী আটক

টেকনাফে অবৈধ স্বর্ণের বারসহ রাখাইন পাচারকারী আটক

বিশেষ প্রতিনিধি।

কক্সবাজারের টেকনাফে তল্লাশী চৌকিতে অভিযান চালিয়ে গলানো ১৪ ভরি স্বর্ণের দুটি বারসহ এক রাখাইন পাচারকারীকে আটক করেছে।
আজ রবিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার হোয়াইক্যং বিওপি সড়ক তল্লাশী চৌকিতে স্বর্ণসহ তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি কক্সবাজার সদরের ফুলবাগ সড়ক এলাকার মৃত ননিচা রাখাইনের ছেলে ক্যসামং রাখাইন (৪৫) বলে জানিয়েছেন ২ বিজিবি অধিনায়ক লে. কর্ণেল ফয়সাল হাসান খান।
বিজিবি অধিনায়ক জানান, রবিবার সকাল সাড়ে ৭টায় উপজেলার হোয়াইক্যং বিওপি সড়ক তল্লাশী চৌকিতে কক্সবাজারগামী একটি পালকী পরিবহনে তল্লাশী চালিয়ে সন্দেহভাজন ক্যসামং রাখাইন (৪৫) এর মানিব্যাগ তল্লাশী করে বৈধ কাগজ পত্র ছাড়া ২টি স্বর্ণের গলানো পাতসহ তাকে আটক করা হয়। জব্দকৃত স্বর্ণ গুলোর ওজন ১৪ভরি ৩ আনা ৪ রতি।
ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করে জব্দকৃত স্বর্ণ কক্সবাজার জেলা প্রশাসকের ট্রেজারী শাখায় জমা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments