বাড়িআলোকিত টেকনাফটেকনাফে আইস ও অস্ত্রসহ মাদক কারবারী আটক

টেকনাফে আইস ও অস্ত্রসহ মাদক কারবারী আটক

কক্সবাজারের টেকনাফে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর ও র‍্যাবের যৌত অভিযানে ৮শ’ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ইয়াবা বড়ি ও আগ্নেয়াস্ত্র ও বেশ কিছু ধারালো অস্ত্রসহ আলমগীর (২২) নামের এক মাদক কারবারীকে আটক করা হয়েছে। সে হ্নীলা লেচুয়াপ্রাং এলাকা মোঃ জামালের ছেলে।

আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) ভোরে উপজেলার হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকা হতে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন টেকনাফ ডিএনসির সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল।

তিনি জানান, মাদক বিরোধী অভিযানের তৃতীয় দিনে হ্নীলা ইউনিয়নের লেচুয়াপ্রাং এলাকায় র‍্যাব-১৫ ও ডিএনসি সদস্যরা সারারাত ব্যাপী অভিযান পরিচালনা করে। এসময় ওই এলাকার জামালের বাড়ি তল্লাশী চালিয়ে ৮শ’ গ্রাম ক্রিস্টাল মেথ আইস, ১১ হাজার ইয়াবা, দুটি দেশীয় তৈরী রাইফেল ও ১৩টি গুলিসহ বেশ কিছু ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

জব্দকৃত মাদক ও অস্ত্রসহ পৃথক আইনে মামলা দায়ের করে ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন ডিএনসির এই কর্মকর্তা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments