বাড়িআলোকিত টেকনাফটেকনাফে এক কেজি  ক্রিস্টাল মেথসহ  আটক-২ 

টেকনাফে এক কেজি  ক্রিস্টাল মেথসহ  আটক-২ 

কক্সবাজার প্রতিনিধি::
টেকনাফে  অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথসহ দু” জন রোহিঙ্গা মাদক কারবারীকে গ্রেফতার করে র‌্যাব-১৫।
৯ নভেম্বর মঙ্গলবার  বিকাল সাড়ে ৩ টার  সময় পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক ( অতিরিক্ত  পুলিশ সুপার) মোঃ আবু সালাম চৌধুরী জানান,
৯ নভেম্বর মঙ্গলবার  বিকাল সাড়ে ৩ টার  সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে মাদক কারবারীরা কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন টেকনাফ পৌরসভা এলাকায় টেকনাফ বাজারের পুরাতন বাসস্ট্যান্ড সংলগ্ন আল আরাফাহ ইসলামী ব্যাংক লিঃ এর সামনে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে ।
উক্ত সংবাদের ভিত্তিতে র‌্যাব -১৫ এর একটি আভিযানিক দল উক্ত স্থানে পৌছালে র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালানোর চেষ্টা করলে দু”জন আটক করতে সক্ষম হয়।
এ সময় তাদের  সাথে থাকা শপিং ব্যাগ তল্লাশী করে এক  কেজি ক্রিস্টাল মেথ বা আইস উদ্ধার করা হয় ।
আটককৃতরা হলেন জাদিমুড়া এলাকার  রোহিঙ্গা ক্যাম্প নং- ২৭ , ব্লক সি ২ এর মৃত নুর হোসেন এর মেয়ে রোকেয়া ( ৩২ ) ও  উখিয়া উপজেলার  বালুখালী এলাকার রোহিঙ্গা ক্যাম্প নং -০৮ , ব্লক বি -৫৬ ,এর মোঃ হারুনের ছেলে মোঃ কেফায়েত উল্লাহ ( ২৩ )।
জিজ্ঞাসাবাদে তারা  জানান যে , তারা দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কায়দায় ভয়ানক মাদকদ্রব্য ক্রিস্টাল মেথ (আইস)  টেকনাফের সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে ।
আসামীদের বিরুদ্ধে  টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে বলেও জানান তিনি।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments