বাড়িআলোকিত টেকনাফটেকনাফে কোস্টগার্ডের ৪২হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে কোস্টগার্ডের ৪২হাজার পিস ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

কক্সবাজারের টেকনাফে সাবরাং ঊপকূলীয় কালা মেম্বারের চরে দায়িত্বরত কোস্টগার্ড সদস্যরা অভিযান চালিয়ে ৪২হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ বিএন খন্দকার মুনিফ তকি গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

বুধবার (২২সেপ্টেম্বর) রাতে বাংলাদেশ কোস্টগার্ড টেকনাফ (বিসিজি) স্টেশান মিয়ানমার হতে সমুদ্র পথে মাদকের চালান আসার গোপন সংবাদ পেয়ে টেকনাফ (বিসিজি) স্টেশান কমান্ডার লেঃ এম নাঈম উল হকের নেতৃত্বে কোস্টগার্ডের একটি দল সাবরাং কাঁটাবনিয়া কালা মেম্বারের চর সংলগ্ন এলাকায় অভিযানে যায়। হঠাৎ একটি ইঞ্জিন চালিত কাঠের নৌকা সমুদ্র হতে সাগর পাড়ে ভিড়ানোর সময় সন্দেহজনক মনে হলে টর্চ লাইট এবং বাঁশির মাধ্যমে থামার সংকেত দেওয়া হয়। কোস্টগার্ডের উপস্থিতি জানতে পেরে উক্ত কাঠের নৌকা থেকে সাদা রংয়ের একটি প্লাস্টিকের বস্তা সমুদ্রে ফেলে দিয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশী করে ৪২ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

তিনি আরো জানান, জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments