বাড়িআলোকিত টেকনাফটেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা জব্দ

টেকনাফে কোস্ট গার্ডের অভিযানে ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা জব্দ

অদ্য ১০ নভেম্বর ২০২১ তারিখ ভোরে বিসিজি স্টেশন টেকনাফ কর্তৃক টেকনাফ থানার আওতাধীন মুন্ডারডিল এলাকায় অভিযান পরিচালনা করে ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়।

বুধবার (১০ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় টেকনাফ থানার আওতাধীন মুন্ডারডিল এলাকা হয়ে ইয়াবা পাচার হবে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃত্বে উক্ত এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান চলাকালীন উক্ত ‍এলাকায় দুইজন ব্যক্তিকে বস্তা কাধেঁ রাস্তা পার হতে দেখা যায়। উক্ত ব্যক্তিদের গতিবিধি সন্দেহজনক মনে হলে তাদের থামার জন্য সংকেত দেওয়া হয়। এ সময় কোস্ট গার্ড সদস্যদের উপস্থিতি টের পেয়ে তারা সাদা রংয়ের দুইটি প্লাস্টিকের বস্তা ফেলে দিয়ে দ্রুত পালিয়ে যায়।

পরবর্তীতে বস্তা দুটি তল্লাশি করে পরিত্যক্ত অবস্থায় ১,৩৩,০০০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments