বাড়িআলোকিত টেকনাফটেকনাফে ঘর পাচ্ছে ৩০ ভূমিহীন পরিবার

টেকনাফে ঘর পাচ্ছে ৩০ ভূমিহীন পরিবার

মিজানুর রহমান, টেকনাফ

মুজিব শতবর্ষে কক্সবাজারের টেকনাফে দ্বিতীয় ধাপে ৩০টি ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। আগামী ২০ জুন প্রধানমন্ত্রী সারাদেশে একযোগে গৃহ প্রদান কার্যক্রম উদ্বোধন করবেন।

শুক্রবার বেলা ১০টায় উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভা ও প্রেস ব্রিফিং এ তথ্য জানানো হয়।

এ সময় টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)  পারভেজ চৌধুরী জানান, প্রথম ধাপে ৫০টি পরিবারকে জমি ও ঘর দেয়া হয়েছিল। দ্বিতীয় ধাপের ৩০ টি পরিবারকে গৃহ নির্মাণ করে দেয়া হচ্ছে।

এসময় তিনি আরও বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশব্যাপী অসহায় ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ পাকা ঘর নির্মাণ করে দেয়া হচ্ছে। প্রতিটি ঘর নির্মাণে ১ লক্ষ ৯০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। দ্বিকক্ষ বিশিষ্ট এই সেমিপাকা প্রতিটি ঘরে দুটি কক্ষ, সংযুক্ত রান্নাঘর, টয়লেট ও সামনে খোলা বারান্দা রয়েছে।

এসময় উপস্থিত ছিলেন পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুচিত্র পূর্ণ চাকমা. স্থানীয় সরকার বিভাগের উপজেলা উন্নয়ন প্রকল্পের পরিচালক মোঃ জাহিদুর রহমান ও টেকনাফ পল্লী বিদ্যুৎ কর্মকর্তা( ডিজিএম) মোঃ আবুল বাশার আজাদ সহ প্রমুখ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments