বাড়িআলোকিত টেকনাফটেকনাফে দশ হাজার ইয়াবা উদ্ধার

টেকনাফে দশ হাজার ইয়াবা উদ্ধার

নিজস্ব প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে দশ হাজার ইয়াবা উদ্ধার করেছে বিজিবি। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। 

মঙ্গলবার (২৩ জুন) রাত ১১ টার দিকে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। 

২ বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান সংবাদের সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির বিশেষ টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে টেকনাফ সদর ইউনিয়নের নাজিরপাড়া এলাকার বাগানবাড়ী এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে পাচার হবে। তাই কয়েকটি দলে বিভক্ত হয়ে বিজিবি সতর্ক অবস্থান নেয়। পরে একজন দুষ্কৃতকারীকে একটি প্লাস্টিকের ব্যাগ নিয়ে নাজিরপাড়ার দিকে প্রবেশ করতে দেখে। তখনই টহলদল অবৈধ অনুপ্রবেশকারীকে ধরার জন্য চ্যালেঞ্জ করে। কিন্তু বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে অনুপ্রবেশকারী দ্রুত পালিয়ে যায়।

এরপর উক্ত স্থানে তল্লাশি করে অবৈধ অনুপ্রবেশকারীর ফেলে যাওয়া একটি প্লাস্টিকের ব্যাগ উদ্ধার করে। উদ্ধারকৃত ব্যাগের ভেতর ১০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

বিজিবি কর্মকর্তা আরও বলেন, উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনি কার্যক্রম গ্রহণ করে পরবর্তীতে তা ঊর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়াকর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments