বাড়িআলোকিত টেকনাফটেকনাফে নাফনদীতে বিজিবি-বিজিপির যৌথটহল সম্পন্ন

টেকনাফে নাফনদীতে বিজিবি-বিজিপির যৌথটহল সম্পন্ন

মিজানুর রহমান মিজান, স্পেশাল করস্পন্ডেন্টঃ-

টেকনাফে নাফনদীতে বিজিবি ও বিজিপির সমন্বয়ে ১১তম যৌথটহল শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
জানা যায়, ১৯ জুলাই সকাল ১০টা হতে সোয়া ১১টা পর্যন্ত টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া বিওপির সুবেদার মোঃ নজরুল ইসলামের নেতৃত্বে ১২ সদস্যের টহলদল এবং প্রতিপক্ষ মিয়ানমারের ২নং বর্ডার গার্ড পুলিশ ব্রাঞ্চের ইউনিউটং ক্যাম্পের পুলিশ ক্যাপ্টেন নিইয়ং সোয়ের নেতৃত্বে ১৩ সদস্যের টহলদল ২টি করে স্পীডবোট যোগে বিআরএম-৮ হতে বিআরএম-১১ পর্যন্ত নাফ নদীতে একটি যৌথ সমন্বয় টহল পরিচালনা করেন। উক্ত যৌথ টহলকালীন মাদক, নারী ও শিশু ও মানব পাচার প্রতিরোধে উভয় দেশের সর্বাতœক সহযোগিতা প্রদানসহ সীমান্তে সংগঠিত যে কোন বিষয়ে বিওপি-ক্যাম্প,ব্যাটালিয়ন পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে সমাধানের বিষয়ে একমত পোষণ করেন। শেষে উভয়পক্ষের টহল কমান্ডার ও সদস্যগণ কুশলাদি বিনিময় পূর্বক সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে টহল সম্পন্ন করেন। উল্লেখ্য যে, গত ৫, ১৪, ২০, ২৭ মার্চ ২০১৮ ও ২০, ২২, ২৭, ৩০ জুন এবং ৮, ১২ জুলাই অত্র ব্যাটালিয়নের শাহপরীরদ্বীপ বিওপি, টেকনাফ বিওপি, দমদমিয়া বিওপি, হ্নীলা ও হোয়াইক্যং বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বিজিপির সাথে ১০টি যৌথ টহল সুষ্ঠু, সুন্দর ও সৌহার্দ্যপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments