বাড়িআলোকিত টেকনাফটেকনাফে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার : কোষ্টগার্ডের অভিযানে অবৈধ কারেন্ট জাল...

টেকনাফে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ শিকার : কোষ্টগার্ডের অভিযানে অবৈধ কারেন্ট জাল ধ্বংস

স্টাফ করেসপনডেন্ট।।  

নিষেধাজ্ঞা অমান্য করে বঙ্গোপসাগরে মাছ ধরায় কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার বিভিন্ন মৎস্যঘাটে অভিযান চালিয়ে ২ লাখ ৫০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল আটকের পর পুড়িয়ে ধ্বংস করেছে কোষ্টগার্ড।

বাহারছড়া ইউনিয়নের হলবনিয়া, জাহাজপুরা, শিলখালী মৎস্য ঘাটে বৃহস্পতিবার (০২ জুলাই) এসব অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস করা হয়।এ অভিযানে নেতৃত্বে দেন বাহারছড়া কোষ্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) মোঃ এরশাদ।

কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) এরশাদ বলেন, বঙ্গোপসাগরে ৬৫ দিন মাছ ধরা সরকার নিষিদ্ধ ঘোষনা করেন। সরকারী নিষেধাজ্ঞা অমান্য করে জেলেরা সাগরে মাছ শিকারে যান।

খবর পেয়ে কোষ্টগার্ড অভিযান চালিয়ে আড়াই লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করে । পরে নিষিদ্ধ কারেন্ট জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হয়েছে বলে জানান তিনি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments