বাড়িআলোকিত টেকনাফটেকনাফে পুলিশি অভিযানে দেশীয় তৈরি অস্ত্রসহ ৪ জন গ্রেফতার

টেকনাফে পুলিশি অভিযানে দেশীয় তৈরি অস্ত্রসহ ৪ জন গ্রেফতার

মিজানুর রহমান,টেকনাফ ::

কক্সবাজার জেলার টেকনাফ মডেল থানা পুলিশের অভিযানে দেশীয় তৈরী অস্ত্রসহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।সোমবার ৯ মে দুপুরে টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ হাফিজুর রহমান গণমাধ্যমে এ তথ‍্য নিশ্চিত করেন।আটক ব‍্যক্তিরা হলেন,টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর ঢালারমুখ উত্তর শীলখালী এলাকার মোহাম্মদ আলীর ছেলে আবু বক্কর(২৮),নুরুল আলমের ছেলে সিরাজুল মোস্তফা(২৩),ওসমানের ছেলে আরমান(২০)ও রোহিঙ্গা মোহাম্মদ ইউনুসের ছেলে মুক্তার আহমদ (২৬)।

ওসি মোঃ হাফিজুর রহমান জানান, সোমবার ৯ মে বাহারছড়া তদন্ত কেন্দ্রের ইনচার্জ  পুলিশ পরিদর্শক নূর মোহাম্মদ এর নেতৃত্বে এএসআই জামাল মীর,এএসআই জালাল উদ্দীন এবং সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করে শামলাপুর হতে হোয়াইক্যং ঢালার  রাস্তায় গ্রেপ্তারকৃত ও পলাতক ডাকাতরা রাত্রি দুই ঘটিকার সময় ডাকাতির প্রস্তুতিকালে বিভিন্ন সময়ে ডাকাতির সাথে জড়িত ডাকাত আবুবককর,সিরাজুল মোস্তফা, আরমান ও মুক্তার আহাম্মদকে দেশীয় তৈরী অস্ত্রসহ গ্রেফতার করতে সক্ষম হয়।এসময় ডাকাতির কাজে ব্যবহৃত রশি, দুইটি টিপ চাকু , দুটি ছুরি ,একটি রামদা ,একটি দা, একটি হাসুয়া ,একটি লোহার শাবল ,একটি প্লাস্টিকের লাঠি, প্লাস্টিকের বিভিন্ন রকমের দড়ি,জি আই তার উদ্ধার করা হয়।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে আটক ডাকাতরা তাদের সহযোগীদের নাম প্রকাশ করে।গ্রেপ্তারকৃত ডাকাত ও পলায়নকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা চলমান।গ্রেফতারকৃত ডাকাতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় সাজাপ্রাপ্ত সহ বিভিন্ন মামলা রয়েছে বলেও জানান পুলিশ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments