বাড়িআলোকিত টেকনাফটেকনাফে পৃথক বন্দুক যুদ্ধে নারী সহ ৩ মাদক কারবারী নিহত

টেকনাফে পৃথক বন্দুক যুদ্ধে নারী সহ ৩ মাদক কারবারী নিহত

খাঁন মাহমুদ আইউব, স্টাফ রিপোর্টার:-
টেকনাফে পুলিশ-বিজিবির পৃথক মাদক বিরোধী অভিযান এবং ইয়াবা কারবারীদের মধ্যে বন্দুকযুদ্ধের ঘটনায় রোহিঙ্গা নারীসহ ৩জন ইয়াবা কারবারী নিহত হয়েছে।নিহতরা হলেন হ্নীলা আলী আকবর পাড়ার মিয়া হোছনের পুত্র মাহমুদুর রহমান (২৮) ও হ্নীলা পশ্চিম সিকদার পাড়া মইন্যাজুমের নুরুল ইসলামের পুত্র মোহাম্মদ আবছার (২৫) ও মিয়ানমারের আকিয়াব জেলার মন্ডু থানার রইম্যাবিলের বদরুল ইসলামের স্ত্রী রুমানা আক্তার (২০)।এসময় ৩জন পুলিশ সদস্য আহত হলেও ঘটনাস্থল হতে ২০ হাজার ইয়াবা,দেশীয় অস্ত্র,গুলি ও কিরিচ উদ্ধার করা হয়েছে।টেকনাফ মডেল থানার ওসি প্রদিপ কুমার দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান,রবিবার রাতের প্রথম প্রহরে উপজেলার হ্নীলা মৌলভী বাজার ব্রীজ সংলগ্ন এলাকায় ইয়াবা কারবারী দু’গ্রুপের মধ্যে বন্দুক যুদ্ধের খবর পেয়ে পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে পৌছে।এসময় মাদক কারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে জবাবে পুলিশও পাল্টা গুলি ছূঁড়ে।উভয়পক্ষের মধ্যে অন্তত ৫০রাউন্ড রাউন্ড গুলিবিনিময়ের ঘটনা ঘটে।একপর্যায়ে মাদক কারবারীরা পিছু হটলে ঘটনাস্থল তল্লাশী করে ৬টি দেশীয় তৈরী অস্ত্র, ১০ হাজার পিস ইয়াবা ও ১৮টি তাজা কার্তুজসহ গুলিবিদ্ধ দু’জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষনা করেন।ঘটনায় পুলিশের এসআই দীপক, এএসআই আমির ও কনস্টেবল শরীফুল নামের ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন।
অপরদিকে,২বিজিবি ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর শরীফুল ইসলাম জোমাদ্দার জানান,একই দিন ভোররাত সাড়ে ৪টারদিকে ২বিজিবি ব্যাটালিয়নের দমদমিয়া ক্যাম্পের জওয়ানেরা নাফনদীর সীমান্তে টহল কালীন হ্নীলা ওমরখাল পয়েন্ট দিয়ে নৌকাযোগে একদল রোহিঙ্গা ইয়াবার চালান নিয়ে অনুপ্রবেশের সময় প্রতিরোধের চেষ্টা করলে তারা বিজিবির উপর ধারালো অস্ত্র দিয়ে আক্রমণ করে এবং ফাঁকা গুলিবর্ষণ করে।বিজিবি আত্মরক্ষার্থে পালটা গুলি ছুঁড়লে চোরাকারবারীরা পিছু হটে।পরে ঘটনাস্থল তল্লাশী করে ১০ হাজার পিস ইয়াবা এবং ৩টি কিরিচ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ঘটনা স্থলে পৌছে নিহত মহিলার ভ্যানিটি ব্যাগ থাকা আইডি কার্ড জব্দ করে তার ঠিকানা জানতে সক্ষম হয়েছেন।নিহত রোমানা বর্তমানে লেদা অনিবন্ধিত রোহিঙ্গা বস্তির ব্লক নং-সি/৬ এর ৪০নং রুমের বাদিন্দা।সকালে লাশ তিনটি ময়না তদন্তের জন্য প্রেরন করা হয়েছে।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments