বাড়িআলোকিত টেকনাফটেকনাফে বসতবাড়ি তল্লাশি করে মিলল ৪০ হাজার ইয়াবা

টেকনাফে বসতবাড়ি তল্লাশি করে মিলল ৪০ হাজার ইয়াবা

 শাহ্‌ মুহাম্মদ রুবেল, কক্সবাজার

টেকনাফে বসতবাড়ি তল্লাশি করে ৪০ হাজার ইয়াবা জব্দ করেছে বিজিবি। এ সময় এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। আটককৃত যুবক জামতলী রোহিঙ্গা ক্যাম্পের মো. ইলিয়াছের ছেলে মো. আয়াছ (২১)।

মঙ্গলবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ পৌরসভার কুলাল পাড়ার এলাকার আব্দুল হকের বাড়ি থেকে এসব ইয়াবা জব্দ করা হয়।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, কুলাল পাড়ার বাসিন্দা আব্দুল হকের বাড়িতে ইয়াবা মজুদ রয়েছে এমন সংবাদে বিজিবি সদস্যরা অভিযানে যায়। তল্লাশিকালে বিছানার নিচে এবং আলমিরার ভেতর থেকে ৪০ হাজার ইয়াবা ও ২০ হাজার নগদ টাকাসহ রোহিঙ্গা যুবককে আটক করা হয়। আটককৃত যুবক রোহিঙ্গা ক্যাম্প থেকে ইয়াবাগুলো পাচারের জন্য সংগ্রহ করতে আসে।

জব্দকৃত ইয়াবাসহ রোহিঙ্গা যুবককে পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলেও জানান তিনি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments