বাড়িআলোকিত টেকনাফটেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

টেকনাফে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার

মিজানুর রহমান, আলোকিত টেকনাফ ডটকম।

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে মিয়ানমার থেকে পাচারকালে ইয়াবার একটি চালান জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

এ সময় ৭৫ লাখ টাকার মূল্যমানের ২৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ভোর ৪ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদাখাল নামের এলাকা থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়।

বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ্য নিশ্চিত করেন।

বিজিবি সূত্রে জানা যায়, উপজেলার হ্নীলা লেদা সংলগ্ন এলাকা দিয়ে মিয়ানমার থেকে ইয়াবার চালান বাংলাদেশে পাচার হতে পারে এমন সংবাদ পায় বিজিবি। এ খবরে লেদা চৌকির একটি বিশেষ টহল দল ওই এলাকায় অবস্থান নেয়। মঙ্গলবার ভোর চারটার দিকে তিনজন ব্যক্তিকে একটি প্লাস্টিকের বস্তা মাথায় করে লেদা চৌকির বিআরএম-১১ হতে ১ কি. মি. দক্ষিণ-পূর্ব দিক দিয়ে আসতে দেখেন টহল দলের সদস্যরা। এ সময় তাদের আটক করার জন্য সামনের দিকে অগ্রসর হলে তারা বিজিবির উপস্থিতি টের পেয়ে প্লাস্টিকের বস্তাটি ফেলে পার্শ্ববর্তী গ্রামে ঢুকে পালিয়ে যান। পরে বিজিবির সদস্যরা ওই এলাকায় তল্লাশি চালিয়ে পাচারকারীদের ফেলে যাওয়া একটি বস্তার ভেতর থেকে ২৫ হাজার ৩০ পিস ইয়াবা উদ্ধার করেন।

 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments