বাড়িআলোকিত টেকনাফটেকনাফে ভেঙে পড়ছে ঘরবাড়ি-গাছপালা

টেকনাফে ভেঙে পড়ছে ঘরবাড়ি-গাছপালা

নিজস্ব প্রতিবেদক

ঘূর্ণিঝড় ‘মোকা’ প্রচণ্ড গতিতে উত্তর মিয়ানমার উপকূলে আঘাত হেনেছে। এর প্রভাবে কক্সাবাজারের টেকনাফসহ উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

প্রচণ্ড ঝড়ের মাঝেও নিজের আবাসস্থল টিকিয়ে রাখতে ব্যস্ত এক ব্যক্তি। ছবি-সমকাল

টেকনাফের বিভিন্ন এলাকায় গাছপালা ভেঙে পড়ছে। ঘরবাড়ির চালা উড়ে যাওয়ার তথ্যও পাওয়া গেছে। টেকনাফ সদর, পৌর এলাকা, সাবরাং, কল্যাণপাড়া, জাদিমুড়া রোহিঙ্গা শিবির এলাকায় প্রচুর গাছপালা ভেঙে পড়েছে। বিভিন্ন এলাকায় লোকজনকে সড়ক থেকে গাছ সরাতে দেখা যায়। শহরের বিভিন্ন এলাকার লোকজনকে আশ্রয়কেন্দ্রে নিতে কাজ করছেন স্বেচ্ছাসেবীরা।

টেকনাফের আশ্রয়কেন্দ্রে শিশুরা। ছবি-সমকাল 

সরেজমিনে বেলা তিনটার দিকে জাদিমুরা শিবিরে দেখা গেছে, নারী ও শিশুদের আলাদা করে মসজিদ-মক্তবে রাখা হয়েছে।

বাতাসের প্রচণ্ড গতিতে উড়ে গেছে দোকানের বিলবোর্ড। ছবি-সমকাল

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুজ্জামান বলেন, ঝড়ে ইতোমধ্যে টেকনাফ ও সেন্টমার্টিন ব্যাপক ক্ষয়ক্ষতির সংবাদ পাওয়া গেছে। বেশ কিছু এলাকায় গাছগাছালি-ঘরবাড়ি ভেঙে গেছে। দুই এলাকায় বেশ কয়েকজনের আহত হওয়ার সংবাদ পেয়েছেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments