বাড়িআলোকিত টেকনাফটেকনাফে মাসিক আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত

টেকনাফে মাসিক আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধিঃ-

টেকনাফে মাসিক আইন-শৃংখলা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে মাদক বিরোধী অভিযান আরো জোরদারের পাশাপাশি বিভিন্ন উন্নয়ন ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।
জানা যায়, ২৯ আগষ্ট সকাল ১১টায় টেকনাফ উপজেলা পরিষদ আইন-শৃংখলা ও চোরাচালান কমিটির সভা উপজেলা পরিষদ মিলায়তনে ভারপ্রাপ্ত নির্বাহী অফিসার (ভুমি) প্রণয় চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মাওলানা রফিক উদ্দিন, টেকনাফ মডেল থানার (ওসি) তদন্ত এসএম আতিক উল্লাহ, মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আক্তার মিলি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন বড়ুয়া। এতে বিভিন্ন সমস্যা নিয়ে বক্তব্য রাখেন, হ্নীলা ইউপি চেয়ারম্যান এইচকে আনোয়ার (সিআইপি), টেকনাফ সদর ইউপি চেয়ারম্যান শাহাজাহান মিয়া, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, বাহারছড়া ইউপি চেয়ারম্যান মৌলভী আজিজ উদ্দিন, সেন্টমার্টিন ইউপি চেয়ারম্যান নুর আহমদ, জেলা যুবলীগের সহসভাপতি আবুল কালাম ও হোয়াইক্যং ইউপি সচিব নুরুল হুদা, সাংবাদিক হাফেজ মুহাম্মদ কাশেম, আশেক উল্লাহ ফারুকী, গিয়াস উদ্দিন (ভুলু) প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের বিভিন্ন সংস্থার কর্মকর্তা, মিডিয়া-কর্মীরা উপস্থিত ছিলেন।
এতে বক্তারা বলেন, ইয়াবাসহ যাবতীয় পাচার ও সেবন রোধ করতে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের সদস্য, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিসহ সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। এখনো যারা এসব অপরাধে সম্পৃক্ত রয়েছে আইন-শৃংখলা বাহিনীকে তথ্য দিয়ে তাদের বিরুদ্ধে আইনী পদক্ষেপ গ্রহণে সহায়তার আহবান জানানো হয়।
RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments