বাড়িআলোকিত টেকনাফটেকনাফে মাসিক আইন শৃঙ্খলা সভায় স্বর্ণের বার-মহিষের পাল নিয়ে তোলপাড়

টেকনাফে মাসিক আইন শৃঙ্খলা সভায় স্বর্ণের বার-মহিষের পাল নিয়ে তোলপাড়

মোঃ আরাফাত সানি, টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফ সীমান্তে অস্থিরতা, মাদক, চোরাচালান, রোহিঙ্গা ও মহিষের পাল অনুপ্রবেশ সংক্রান্ত বিষয়ে উপজেলা মাসিক আইন শৃংখলা কমিটির এক জুরুরি সভা অনুষ্ঠিত হয়েছে।

২৭ সেপ্টেম্বর (মঙ্গলবার) সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী অফিসার ও সহকারী কমিশনার (ভূমি) এরফানুল হক চৌধুরী সভাপতিত্বে, প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল আলম।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তাহেরা আখতার মিলি, টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব নুরুল বশর ও সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ, টেকনাফ রেঞ্জ কর্মকর্তা মনিরুজ্জামান, হোয়াইক্যং ইউপি চেয়ারম্যান নুর আহমদ আনোয়ারী, সাবরাং ইউপি চেয়ারম্যান নুর হোসেন, হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী, উপজেলা আ.লীগের সহ-সভাপতি সাংবাদিক জাবেদ ইকবালসহ বিজিবি, ইসলামিক ফাউন্ডেশন কর্মকর্তা।

এ সময় বক্তারা, উপজেলার হোয়াইক্যং সীমান্তে মিয়ানমারের গুলির শব্দ, স্থানীয় বাংলাদেশী মহিষের পাল আটকের পর কাস্টমে হস্তান্তর, মালিক বিহীন স্বর্ণের বার জব্দ, মাদক, মানব পাচার, উপজেলার ইউনিয়নে চৌকিদার- দফাদার ইয়াবা কারবারি দের কাছ থেকে মাসোয়ারা নেওয়া সহ ইত্যাদি বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান নুরুল আলম ও উপজেলা আওয়ামী লীগের সাঃ সম্পাদক মাহবুব মোর্শেদ বলেন, হ্নীলা ইউনিয়নের লেদা পাড়া এলাকার ২১ টি মহিষ নাফ নদীর উপকূল সংলগ্ন প্যারাবনে চড়তে গেলে স্থানীয় কিছু কুচক্রী মহল মিয়ানমার থেকে মহিষের পাল আসছে বলে গুজব রটানো বিজিবি মহিষগুলো জব্দ করে কাস্টমে জমা দেন। তাই উক্ত মহিষগুলো তদন্তপূর্বক ফেরত যাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট অনুরোধ জানিয়েছেন।

অপরদিকে মহিষের মালিক আবুল কাশেম ও স্থানীয় মেম্বার নুর হুদা মহিষ গুলো তদন্ত পূর্বক ফিরিয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments