বাড়িআলোকিত টেকনাফটেকনাফে রোহিঙ্গা শিবিরে জাল টাকা ও সরঞ্জামাসহ চক্রের এক সদস্য আটক

টেকনাফে রোহিঙ্গা শিবিরে জাল টাকা ও সরঞ্জামাসহ চক্রের এক সদস্য আটক

আলোকিত টেকনাফ রিপোর্টঃ-

টেকনাফের হ্নীলা নয়াপাড়া শরণার্থী শিবির থেকে ১ লাখ ৪৩ হাজার জাল টাকা, টাকা তৈরীর কম্পিউটার ও সরঞ্জামাসহ নুরুল আফসার (২২) নামে এক রোহিঙ্গা জালিয়াত চক্রের সদস্যকে আটক করেছে পুলিশ। আটক রোহিঙ্গা হল, নয়াপাড়া শরণার্থী শিবিরের সি-ব্লকের  ৮৪৩ নং শেড ও ১/২নং রোমের ০০১৯৩ নং এমআরসিধারী মৌঃ নুরুল হকের ছেলে।

নয়াপাড়া শরণার্থী শিবির পুলিশ ক্যাম্পের ইনর্চাজ  আইসি মো: কবির হোসেন বার্তা ২৪.কমকে জানায়, রবিবার (৩ মার্চ) ভোর রাতে তারই নেতৃত্বে পুলিশের একটি টিম গোপন সংবাদে শিবির সংলগ্ন একটি মার্কেট হতে নগদ ১ লাখ ৪৩ হাজার টাকার জাল নোট, জাল নোট তৈরীতে ব্যবহৃত কম্পিউটার ও অন্যান্য সরঞ্জামাদিসহ তাকে আটক করা হয়। জাল টাকা ও সরঞ্জামাদিসহ আটক রোহিঙ্গা যুবককে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে   সংশ্লিষ্ট আইনের মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন।
তিনি জানায়, রোহিঙ্গা শিবির ঘিরে জালিয়াত চক্র সক্রিয় হয়ে উঠেছে। এ চক্রের সাথে কারা জড়িত তাদের চিহ্নত করে আইনী ব্যবস্থা নেওয়া হচেছ। তবে অপরাধী যে হোক না কেন তাদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments