বাড়িআলোকিত টেকনাফটেকনাফে র্যাবের পৃথক অভিযানে এক কোটি টাকার ইয়াবাসহ আটক তিন

টেকনাফে র্যাবের পৃথক অভিযানে এক কোটি টাকার ইয়াবাসহ আটক তিন

শাহ্ মুহাম্মদ রুবেল
আলোকিত টেকনাফ ডটকম
কক্সবাজারের টেকনাফে র্যাবের পৃথক অভিযানে বিশ হাজার ইয়াবাসহ তিনজনকে আটক করেছে। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমুল্য এক কোটি টাকা। আটককৃতদের মধ্যে একজন রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছে  র্যাব। 

১৪ মে (বৃহস্পতিবার) বিকাল ৪ টার দিকে হ্নীলা ইউনিয়নের মধ্যহ্নীলা ওয়াব্রাং মসজিদের পার্শ্বে এ অভিযান চালানো হয়।

ছবিঃ- ঈমাম হোসেন (২৫) এবং হামিদ হোসেন (২০) থেকে উদ্ধারকৃত ইয়াবা।
এসময় হ্নীলা ইউনিয়নের খারাংখালী মহেশখালী পাড়ার মৃত মোজাহের মিয়ার ছেলে ঈমাম হোসেন (২৫) এবং হোয়াইক্যং ইউনিয়নের মীনা বাজার এলাকার মামুনুলের ছেলে হামিদ হোসেন (২০) কে আটক করা হয়। উদ্ধার করা হয় দশ হাজার ইয়াবা।, যার আনুমানিক বাজারমুল্য ৫০ লক্ষ টাকা।
অপরদিকে, একইদিন দুপুর দেড় টার দিকে হোয়াইক্যং বাজারের দক্ষিন পার্শ্বে ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের মোঃকাশেমের ছেলে মোঃরেজোয়ান কে আটক করা হয়। এসময় তার কাজ থেকেও দশ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজারমুল্য ৫০ লক্ষ টাকা।

পৃথক দুটি অভিযানের সত্যতা নিচ্ছিত করেছেন র্যাব-১৫ এর মিডিয়া শাখার সহকারী পরিচালক আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী।

ছবিঃ মোঃ রেজোয়ান থেকে উদ্ধারকৃত ইয়াবা।
 
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক দুটি অভিযান চালানো হয়। আটককৃত তিনজন এবং উদ্ধারকৃত ইয়াবাসহ পরবর্তী কার্যক্রমের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
 
প্রজন্ম থেকে প্রজন্ম ধ্বংসকারী ইয়াবার বিরুদ্ধে র্যাবের অভিযান অব্যাহত আছে বলেও জানান র্যাব-১৫ এর শীর্ষ এ কর্মকর্তা।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments