বাড়িআলোকিত টেকনাফটেকনাফে সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

টেকনাফে সাড়ে ৪ কোটি টাকার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফ সীমান্তে দেড় লাখ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) রাতে উপজেলার হ্নীলা ইউনিয়নের কেরুনতলী ১৪ নম্বর ব্রিজ এলাকা থেকে তাদের আটক করা হয়।

বুধবার দুপুর দেড়টার দিকে ২ বিজিবি ব্যাটালিয়ন সদরদপ্তরে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান এ তথ্য নিশ্চিত করেন।

আটক মাদক কারবারিরা হলো- টেকনাফের হ্নীলা ইউনিয়নের জাদিমুরা এলাকার আব্দুল মোনাফের ছেলে আমির হামজা (৩৫) ও পৌরসভার অলিয়াবাদ এলাকার মো. হোসনের ছেলে মো. আইয়ুব (২৫)।

বিজিবি অধিনায়ক জানায়, বিজিবির একটি বিশেষ টহল দল হ্নীলা ইউনিয়নের কেরুনতলী ১৪ নম্বর ব্রিজ এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় করছে এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় বিজিবি। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে বিজিবি তাদের ধাওয়া করে দুই পাচারকারীকে আটক করে। অপর দুই পাচারকারী ব্রিজের ওপর থেকে লাফ দিয়ে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। পরবর্তীকালে জব্দকৃত বস্তা থেকে দেড় লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৪ কোটি ৫০ লাখ টাকা।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments