বাড়িআলোকিত টেকনাফটেকনাফে ৩ লাখ ৩০ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ

টেকনাফে ৩ লাখ ৩০ হাজার ইয়াবাসহ নৌকা জব্দ

আলোকিত টেকনাফ ডেস্ক।

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে তিন লাখ ৩০ হাজার পিস ইয়াবাসহ একটি কাঠের নৌকা জব্দ করেছে বিজিবি।

বিজিবি সূত্র জানায়, রবিবার (৬ অক্টোবর) রাতের প্রথম প্রহরে টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের টেকনাফ বিওপির একটি বিশেষ টিম মিয়ানমার থেকে ইয়াবার চালান আসার খবরে সাবরাং বিএসপি পোস্ট সংলগ্ন এলাকায় অবস্থান নেয়। কিছুক্ষণ পর পাঁচ থেকে ছয়জন লোক হস্তচালিত কাঠের নৌকা নিয়ে অনুপ্রবেশ করতে দেখে বিজিবি তাদের চ্যালেঞ্জ করে। এ সময় পাচারকারীরা নদীতে ঝাঁপ দিয়ে পার্শ্ববর্তী কেওড়া বন দিয়ে পালিয়ে যায়।

এ দিকে, বিজিবি টহল দল ঘটনাস্থল থেকে জব্দ করা নৌকায় তল্লাশি চালিয়ে বস্তা ভর্তি তিন লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করে।

জব্দকৃত নৌকাটি টেকনাফ কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে। এছাড়া উদ্ধারকৃত ইয়াবা পরবর্তীতে  ঊর্ধ্বতন কর্মকর্তা ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধিদের উপস্থিতিতে ধ্বংস করার জন্য ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে।

টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খান (পিএসসি) এই তথ্য নিশ্চিত করেন।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments