বাড়িআলোকিত টেকনাফটেকনাফ পৌরসভায় ৫ কোটি টাকার পয়: বজ্য পরিশোধনাগার নির্মান

টেকনাফ পৌরসভায় ৫ কোটি টাকার পয়: বজ্য পরিশোধনাগার নির্মান

স্টাফ করস্পন্ডেন্ট, টেকনাফ ঃ-

টেকনাফ পৌর এলাকার স্থানীয় জনগোষ্টীর জন্য পয়: বজ্য পরিশোধনাগার নির্মান কাজ শুরু করা হয়েছে।
বুধবার ২৬ মাচ বিকাল ৩ টার দিকে পৌরসভার ৯নং ওয়ার্ডের হ্যাংকার ডেইল পাড়ায় টেকনাফ পৌর মেয়র হাজী মো: ইসলাম নিজস্ব জমিতে এ পরিশোধনাগারের নির্মাণ কাজ উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন টেকনাফ পৌরসভার প্যানেল মেয়র-২ আবদুল্লাহ, কাউন্সিলর এহেতেশমুক হক বাহাদুর, মোহাম্মদ মনিরুজ্জামান, হোসেন আহমদ, ব্যবসায়ী আবদুল গফুর ও হায়দার আলী প্রমুখ। এ প্রকল্প বাস্তবায়নে পৌরসভাকে আর্থিকভাবে সহায়তা করছে ইন্টারন্যাশনাল কমিটি অফ দ্যা রেড ক্রস (আইসিআরসি)।
টেকনাফ পৌরসভা সুত্রে মতে, আড়াই একরের বেশি জমিতে টেকনাফ পৌরসভার ৯নং ওয়ার্ডের হ্যাংকার ডেইল পাড়ায় ৫ কোটি টাকার ব্যায়ে স্থানীয় জনগোষ্টীর জন্য পয়: বজ্য পরিশোধনাগার নির্মান কাজ শুরু হয়েছে। এতে ৩০ হাজার মানুষ সুফল ভোগ করবেন।
 টেকনাফ পৌর মেয়র হাজী মোহাম্মদ ইসলাম বলেন, আধুনিক নগর গড়তে পৌসভায় এ প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এতে পৌরসভার ৩০ হাজার মানুষ সুবিধা ভোগ করবেন।
RELATED ARTICLES

Most Popular

Recent Comments