বাড়িআলোকিত টেকনাফটেকনাফ পৌরসভা “ক” শ্রেণীতে উন্নীত

টেকনাফ পৌরসভা “ক” শ্রেণীতে উন্নীত

মোঃ আলমগীর,টেকনাফ :

কক্সবাজারের টেকনাফ পৌরসভা দ্বিতীয় শ্রেণী থেকে প্রথম শ্রেণীতে উন্নীত হয়েছে। এতে পৌরসভার নাগরিক সেবার মান বৃদ্ধি পাবে বলে উল্লাসিত পৌর নাগরিকবৃন্দ। স্থানীয় সরকার বিভাগের সচিব হেলাল উদ্দীন আহমদ’ এর একান্ত চেষ্টায়

পৌরসভা “ক” গ্রেডে এ উন্নতি হল বলে জানান দায়িত্বশীলরা। পৌরসভা প্রথম শ্রেণীতে উন্নীত হওয়া পৌরবাসীদের জন্য অবশ্যই আনন্দের ও গর্বের বিষয়। পৌরসভা উন্নতি হওয়ার পিছনে পৌর প্রকৌশলী,অফিস স্টাফ ও পৌরবাসীর সহযোগিতা রয়েছে। খ্রিঃ-এ প্রজ্ঞাপন জারি করে।

১০/০৩/২০২০ইং ৩৫৯ নং স্মারক মূলে জারিকৃত পরিপত্র মোতাবেক সরকার এ প্রজ্ঞাপন জারি করে। কক্সবাজার জেলার টেকনাফ পৌরসভাকে খ শ্রেণী হতে “ক” শ্রেণীর পৌরসভা উন্নীত করল।

১০ মার্চ ২০২০ইং রাষ্ট্রপতির আদেশ ক্রমে উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত এ প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। এ পরিপত্র সংশ্লিষ্ট দপ্তরে প্রেরণ করা হয়েছে।

এ দিকে টেকনাফ পৌরসভা খ শ্রেণী হতে “ক” শ্রেণীতে উন্নীত হওয়ায় টেকনাফ পৌরবাসীর প্রতি অভিনন্দন জানিয়ে বর্তমান পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম সবার সহযোগিতা কামনা করেন।

এসময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম, কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনের সংসদ সদস্য শাহীন আক্তার বদি,এবং কক্সবাজারের জনপ্রিয় সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আবদুর রহমান বদি, স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব, হেলাল উদ্দীন আহমদ’ এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন টেকনাফ পৌর মেয়র হাজ্বী মোহাম্মদ ইসলাম।

RELATED ARTICLES

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে

Most Popular

Recent Comments