বাড়িশ. ম. দীদার ব্লগতবু আমি ভলো আছি ভীষণ রকম

তবু আমি ভলো আছি ভীষণ রকম

|| শ. ম. দীদার ||
———————-

একেবারে আড়ম্বরতাহীন, মিথ্যে করে হলেও
ঢের বেশি করে বলতে ইচ্ছে করছে; আমি
এবং আমার আক্রান্ত সময়েরা ভালো আছে।

আমি পরাক্রান্ত। আমার আক্রান্ত সময়
আমি ভালো নেই।

ভালো না থাকার গল্প আর কত শুনানো যায় ?
এক গল্প কত আর শুনতে চাই
নিজেরই ঘেন্না লেগে গেছে, নিজেই বিরক্ত
একেবারে আনকোরা কিছু বলা উচিত
যদি তাতে একটু আনন্দ দিতে পারি
নিজেও যদি একটু পাই (মিথ্যে করে হলেও) ।

সময়ের অসম ব্যবহার, হাত নিশপিশ, দৃষ্টি আকুলি-বিকুলি
এইসব ব্যক্তিগত অবক্ষয়
মৃত্যুর শরীরে লেপ্টে থাকা যে জীবন খড়কুটু ঘাস ফড়িং হীম হাওয়ার
এইসব ব্যক্তিগত আক্ষেপ
সেই একই কাহিনী কত আর আওড়ানো যায় !
আমি একেবারে নূতন কিছু শুনাতে চাচ্ছি
একদম নূতন
আমি আক্রান্ত সময়ের মধ্য দিয়ে হেঁটে যাচিছ
তবু আমি ভলো আছি ভীষণ রকম।

————————————————————————-
শ. ম. দীদার
প্রোটেকশন অ্যান্ড ইনক্লুশান অ্যাডভাইজার, হেল্পএইজ ইন্টারন্যাশনাল
এবং
সহযোগী সম্পাদক- আলোকিত টেকনাফ ডটকম

প্রকাশকালঃ ০৫ ই জুন, ২০১১ বিকাল ৫:০২
উৎসঃ-  তবু আমি ভলো আছি ভীষণ রকম

পূর্ববর্তী নিবন্ধএকজন রহিমুদ্দিন
পরবর্তী নিবন্ধএখনো কেউ কেউ একা থাকে এই শহরে
RELATED ARTICLES

Most Popular

Recent Comments